ঢাকা , শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
কানাডার প্রভিন্সিয়াল পার্লামেন্ট ইলেকশন ডলি’র হ্যাটট্রিক জয় ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন লন্ডন বিএনপি নেতা শরফুকে শ্রীমঙ্গলে গণ সংবর্ধনা ইতালির মানতোভা শহরে দুইদিনব্যাপী দূতাবাস সেবা অনুষ্ঠিত ,প্রায় আট শতাধিক প্রবাসীরা এই ক্যাম্প থেকে দূতাবাস সেবা গ্রহণ করেন ইতালিতে এমপি প্রার্থী প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম কে চাঁদপুরবাসীর সংবর্ধনা দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কুলাউড়া বিএনপির ১৩ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা, সমন্বয়কদের দায়িত্ব বন্টন কুলাউড়ায় রাজাপুরে বালু উত্তোলন বন্ধ ও সেতু রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে ইতালির তরিনোতে সিলেট বিভাগ ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব

নীল আকাশ, আজ অন্যরূপে। একুশ তলার এ ভবন থেকে শহরকে আলাদা লাগছে

সৌমিত্র ভট্টাচার্য
  • আপডেটের সময় : ০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
  • / ৯৪০ টাইম ভিউ

নীল আকাশ, আজ অন্যরূপে। একুশ তলার এ ভবন থেকে শহরকে আলাদা লাগছে।

ভবনের কার পার্কিংএ 750824 সাদা হোমার H3 লিমোজিন দাঁড়িয়ে আর ছাদে মার্সিডিজ হেলিকপ্টার উড়া’র অপেক্ষায়। লিমোজিন নিয়ে গেলে সারা শহর আমায় দেখবে অন্যদিকে হেলিকপ্টারে গেলে পুরোটা শহরকে নিজে দেখবো !
তা না হয় একটা হবে। মেয়েটা তো আসছে না।তিন দিন আগে নিয়োগ দিলাম ব্যক্তিগত সহকারী হিসেবে, আর আজকেই দেরী?
এখন টাই কে বাঁধবে শুনি? দূর ছাই। জুতোর ফিতে বাঁধতে শিখলাম না এতোদিনে!টাই বাঁধা আমার কম্য না।যা হয়, পরে দেখা যাবে।
দেরী হয়ে গেলো- সকাল ১১:৩০এ ইউরো ষ্টার কোম্পানি পরিচালকদের সাথে দেখা করার কথা।কোম্পানীর ৪০% শেয়ার কিনবো।
দুপুরে হোটেল হায়াত রিজেন্সিতে খাবার খাবো এইচ এস বি সি ব্যাংকের পরিচালক পর্ষদ সভাপতির সাথে।কথা দিয়েছি, যতোটা পারি ওদের ব্যাংকে টাকা জমা করব।
কি যে করি,ওই মেয়েটা আসছে না।সব কাগজ তার কাছে।

আসলে, ইউরো মিলিয়নের একটা লটারি মুহূর্তেই জীবনের মোড় ঘুরিয়ে নিল।গত চার বছর কেউ জিতেনি। এমাসে আমি জিতলাম।
চার বছরের সব টাকা জিতলাম।
আমি ! আমি ! আমি !
বিকেলে তোর জন্য কিছু কাপড় কিনতে যাব।কি যে পছন্দ করিস! একটার প্রিন্ট হয় আমার চায়ের মগের মতো – আরেকটার হয় বিছানার চাদরের মতো।কালোতে লাল ছোপ!

রাতে যেন কার সাথে দেখার করার কথা!ও হ্যা। মনে পরেছে – রাতে লাফার্জ সিমেন্ট কোম্পানি কিনব।কাগজপত্র হস্তান্তর অনুষ্ঠান।
দরজার ঘন্টি বাজছে।এতো সময়ে তিনি এলেন, সহকারী ম্যাডাম।
না, বেলের সাথে বিছানা কাঁপছে!কাঁপছে কেন? তার মানে এতোক্ষন স্বপ্নে ছিলাম!মোবাইল এলার্ম দিচ্ছে!
সাদা হোমার, মার্সিডিজ হেলিকপ্টার-আহারে!
পৃথিবীতে স্বপ্ন দেখতেই শুধু অধিকার লাগে না।
আর ঘুমালে হবে না, কাজে যেতে হবে।
পাবলিক বাসে চরেই যাই।
হেডফোনে গান শুনে শুনে যাব- “ও মন সূয়ারে একবার পিন্জিরায় আও দেখি ” !

 

পোস্ট শেয়ার করুন

নীল আকাশ, আজ অন্যরূপে। একুশ তলার এ ভবন থেকে শহরকে আলাদা লাগছে

আপডেটের সময় : ০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০

নীল আকাশ, আজ অন্যরূপে। একুশ তলার এ ভবন থেকে শহরকে আলাদা লাগছে।

ভবনের কার পার্কিংএ 750824 সাদা হোমার H3 লিমোজিন দাঁড়িয়ে আর ছাদে মার্সিডিজ হেলিকপ্টার উড়া’র অপেক্ষায়। লিমোজিন নিয়ে গেলে সারা শহর আমায় দেখবে অন্যদিকে হেলিকপ্টারে গেলে পুরোটা শহরকে নিজে দেখবো !
তা না হয় একটা হবে। মেয়েটা তো আসছে না।তিন দিন আগে নিয়োগ দিলাম ব্যক্তিগত সহকারী হিসেবে, আর আজকেই দেরী?
এখন টাই কে বাঁধবে শুনি? দূর ছাই। জুতোর ফিতে বাঁধতে শিখলাম না এতোদিনে!টাই বাঁধা আমার কম্য না।যা হয়, পরে দেখা যাবে।
দেরী হয়ে গেলো- সকাল ১১:৩০এ ইউরো ষ্টার কোম্পানি পরিচালকদের সাথে দেখা করার কথা।কোম্পানীর ৪০% শেয়ার কিনবো।
দুপুরে হোটেল হায়াত রিজেন্সিতে খাবার খাবো এইচ এস বি সি ব্যাংকের পরিচালক পর্ষদ সভাপতির সাথে।কথা দিয়েছি, যতোটা পারি ওদের ব্যাংকে টাকা জমা করব।
কি যে করি,ওই মেয়েটা আসছে না।সব কাগজ তার কাছে।

আসলে, ইউরো মিলিয়নের একটা লটারি মুহূর্তেই জীবনের মোড় ঘুরিয়ে নিল।গত চার বছর কেউ জিতেনি। এমাসে আমি জিতলাম।
চার বছরের সব টাকা জিতলাম।
আমি ! আমি ! আমি !
বিকেলে তোর জন্য কিছু কাপড় কিনতে যাব।কি যে পছন্দ করিস! একটার প্রিন্ট হয় আমার চায়ের মগের মতো – আরেকটার হয় বিছানার চাদরের মতো।কালোতে লাল ছোপ!

রাতে যেন কার সাথে দেখার করার কথা!ও হ্যা। মনে পরেছে – রাতে লাফার্জ সিমেন্ট কোম্পানি কিনব।কাগজপত্র হস্তান্তর অনুষ্ঠান।
দরজার ঘন্টি বাজছে।এতো সময়ে তিনি এলেন, সহকারী ম্যাডাম।
না, বেলের সাথে বিছানা কাঁপছে!কাঁপছে কেন? তার মানে এতোক্ষন স্বপ্নে ছিলাম!মোবাইল এলার্ম দিচ্ছে!
সাদা হোমার, মার্সিডিজ হেলিকপ্টার-আহারে!
পৃথিবীতে স্বপ্ন দেখতেই শুধু অধিকার লাগে না।
আর ঘুমালে হবে না, কাজে যেতে হবে।
পাবলিক বাসে চরেই যাই।
হেডফোনে গান শুনে শুনে যাব- “ও মন সূয়ারে একবার পিন্জিরায় আও দেখি ” !