নির্বাচন কমিশনের সংলাপে যোগ দিতে পারে বিএনপি
- আপডেটের সময় : ১২:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭
- / ১২২৮ টাইম ভিউ
নির্বাচন কমিশনের সংলাপে যোগ দিতে পারে বিএনপি। দলটির নেতারা জানিয়েছেন ইসির সাথে সংলাপে নির্বাচনে সেনা মোতায়েন, ভোটে ইভিএম ব্যবহার না করা, আরপিও সংশোধন, এবং ২০০৮ এর নির্বাচনী সীমানায় ফিরে যাওয়া সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হবে।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ৩১ জুলাই থেকে শুরু হবে নির্বাচন কমিশনের সংলাপ। প্রথমে সুশীল সমাজ তারপর একে একে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সাথে সংলাপ করবে নির্বাচন কমিশন।
বিএনপি নেতারা জানান সাম্প্রতিক সময়ে সরকারের সুরে কথা বলে নির্বাচন কমিশন তাদের কর্মকান্ডকে প্রশ্নবিদ্ধ করছে। নির্বাচন কমিশনকে পূর্ণ সহযোগিতার ব্যাপারে বিএনপির যে অবস্থানে ছিল ইসির প্রশ্নবিদ্ধ কর্মকান্ডে তাতে কিছুটা চির ধরেছে। তবুও ইসির সংলাপে যোগ দেয়ার ইংগিত দেন নেতারা।
আগামী জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের সাথে সংলাপে বিএনপি বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরবে বলে জানান দলটির নেতারা। আগামী দিনগুলোতে নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা বজায় রাখবে এবং তাদের কর্মকান্ড প্রশ্নবিদ্ধ হবে না এমনটাই প্রত্যাশা বিএনপি নেতাদের।