আপডেট

x


নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলায় বিএনপির নিন্দা

শুক্রবার, ১৫ মার্চ ২০১৯ | ৬:৩৮ অপরাহ্ণ | 757 বার

নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলায় বিএনপির নিন্দা

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ হ্যাগলি ওভাল মাঠের খুব কাছের একটি মসজিদে আজ শুক্রবার স্থানীয় সময় দেড়টায় সন্ত্রাসী হামলায় বেশ কিছু মানুষ হতাহত হয়েছে।

এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



“বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খোলোয়াড়রা জুম্মার নামাজ আদায়ের জন্য ক্রাইস্টচার্চ হ্যাগলি ওভাল মাঠের কাছের মসজিদে উপস্থিত হলে সেখানে প্রবেশের মুহুর্তে স্থানীয় একজনের কাছে তারা জানতে পারেন তখনই এই মসজিদে মুসল্লিদের ওপর সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। আতংকিত খেলোয়াড়রা তখন দৌড়ে মাঠে ফেরত আসেন।এই ঘটনায় আমি উদ্বেগ প্রকাশ করছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি নিরাপদে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা গন্তব্যস্থলে ফেরত আসার জন্য।” যোগ করেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, “আমি আশা প্রকাশ করছি নিউজিল্যান্ডের সরকার বাংলাদেশের খেলোয়াড়দের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করবে। এই সন্ত্রাসী ঘটনার আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং সন্ত্রাসীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। এই হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি, নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করছি।”

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com