আপডেট

x


নিউজার্সি ষ্টেটের বিএনপির ৪১তম প্রতিষ্টা বার্ষিকী পালন

বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০১৯ | ১১:১৬ পূর্বাহ্ণ | 142 বার

নিউজার্সি ষ্টেটের বিএনপির ৪১তম প্রতিষ্টা বার্ষিকী পালন

দেশদিগন্ত নিউজ ডেস্ক: নিউজার্সি ষ্টেট বিএনপি’র উদ্যোগে বিএনপির ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গত ২রা সেপ্টেম্বর সোমবার প্যাটারসনের নিউজার্সি হেলপ সেন্টারে অনুষ্টিত হয়েছে প্রতিষ্টা বার্ষিকীর অনুষ্টান, বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউজার্সি ষ্টেট বিএনপির সংগ্রামী সভাপতি সৈয়দ জুবায়ের আলী, সভা পরিচালনা করেন সংগ্রামী সাধারন সম্পাদক আলাউর খন্দকার, প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা সিটির সাবেক ডেপুটি মেয়র জনাব আব্দুস সালাম, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারন সম্পাদক জনাব জিল্লুর রহমান জিল্লুর, অতিথি হিসেবে মঞ্চে ছিলেন, দেশনেত্রী মুক্তি আন্দোলন যুক্তরাষ্ট্রের সাধারন সম্পাদক সাইফুল খান হারুন, নিউজার্সি ষ্টেট বিএনপির উপদেষ্টা সদস্য গোলাম রব্বানী চৌধুরী শাহীন, উপদেষ্টা অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী নিপন, উপদেষ্টা মাস্টার ছমির উদ্দিন, দেশনেত্রী মুক্তি আন্দোলনের যুগ্ম সাধারন সম্পাদক উত্তম ভৌমিক । বক্তব্য রাখেন নিউজার্সি ষ্টেট বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মহসিন সেলিম, আরো যারা বক্তব্য দেয়ার কথাছিল তারা বক্তব্য নাদিয়ে প্রধান ও বিশেষ অতিথিকে সম দিয়েছেন তারা হলেন সহ সভাপতি মোহাম্মদ ইউনুছ, প্রচার সম্পাদক জাকিরুল হিমেল, বিএনপি নেতা এডভোকেট আব্দুল মুক্তাদির, সৈয়দ খালিদ আলী, রেজওয়ান আহমেদ, মোঃ খলিল, আবুল কালাম আজাদ, মৌসুফ চৌধুরী, বশির আহমদ, আব্দুল তাহিদ, যুবদলের সিনিওর সহ সভাপতি কুতুব উদ্দিন, যুদলের সহ সভাপতি জাভেদ আহমদ, সুহেল আহমদ, ছাত্রদল নেতা জাকারিয়া খান, সৈয়দ ইজাজ প্রমুখ, অনুষ্টানের শুরুতে কালামে পাক থেকে তেলাওত করেন ধর্ম বিষায়ক সম্পাদক হাফেজ সৈয়দ খুবায়েব আলী, অনুষ্ঠান শেষে দলের প্রতিষ্ঠা উপলক্ষে একটি বিশাল কেক কাটা হয়।



প্রধান অতিথি বক্তব্যে জনাব সালাম বলেন, দেশে আজ স্বৈরশাসন চলছে, মানুষের কথা বলার অধিকার নেই, প্রতিবাদী মানুষদেরে সরকার গুম,খুন করছে নতুবা কারাগারে নিক্ষেপ করছে, এরপরও মানুষ থেমে নেই আপনারা দেখেছেন-গতকাল সোমবার রাজধানীতে বিএনপির প্রতিষ্টা বার্ষিকীর সোভাযাত্রায় মানুষের ঢল নেমেছিল জনতার শ্লোগান ধ্বণিত হয়েছে প্রস্তুতি, প্রতিবাদ ও প্রতিরোধে। ঘরবাড়ি ছেড়ে ব্যথিত, বঞ্চিত ও অপমানিত জনগণ বিএনপি’র কর্মসূচিতে সংহতি জানাতে নেমে এসেছিল রাজপথে। মানুষের জোয়ারে ঢাকা শহর প্রায় স্তব্ধ হয়ে গিয়েছিল। লাখ লাখ মানুষ রাজপথ কাঁপানো শ্লোগানে শ্লোগানে সরকারের প্রতি স্বত:স্ফুর্ত অনাস্থা জানিয়েছে। সকলের মুখে স্লোগান ছিল একটাই “মুক্তি মুক্তি মুক্তি চাই খালেদা জিয়ার মুক্তি চাই” তাই কালবিলম্ব না করে গণতন্তের’মা, দেশনেত্রী বেগম খালেদার দ্রুত নি:শর্ত মুক্তির দাবী জানান, বিশেষ অতিথির বক্তব্যে জনাব জিল্লুর বলেন শহীদ জিয়াউর রহমান দেশের উন্নয়ন, উৎপাদন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিএনপি জন্ম দিয়েছিলেন, এটা বারবার প্রমানিত হয়েছে বাংলাদেশে বিএনপিই একমাত্র জনপ্রিয় দল, তাই আওয়ামীলীগের গাত্রদাহ ও তারা প্রতিহিংসা পরায়ন হয়ে উঠেছে, তিনি নিউজার্সি বিএনপি যুক্তরাষ্ট্রে একটি শক্তিশালী সংগঠন উল্ল্যেখ করে সকলকে এক সাথে কাজ করার আহবান জানান, সভাপতির বক্তব্যে সৈয়দ জুবায়ের বিএনপির ৪১তম প্রতিষ্টা বার্ষিকীতে সকলের প্রতি সংগ্রামী অভিনন্দন জানিয়ে বলেন, বিএনপির প্রতিষ্টাতা শহীদ জিয়াউর রহমানের জনপ্রিয়তাকে আওয়ামীলীগ এখনও ভয়পায়, তাই তারা বিভিন্ন স্থাপনা থেকে জিয়ার নাম মুছে ফেলে, কিন্তু তারা জানেনা স্থাপনা থেকে জিয়ার নাম মুছে দিলেও মানুষের অন্তর থেকে মুছা যাবে না, তিনি সম্প্রতি মৌলভীবাজার সরকারি কলেজের জিয়া অডিটরিয়াম থেকে সন্ত্রাসী ছাত্রলীগ করতৃক শহীদ জিয়ার নাম মুছে দেয়ার তীব্র নিন্দা জানান, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দেশনায়ক তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের জোরদাবী জানান, নৈশ ভোজের মধ্য দিয়ে অনুষ্টানের সমাপ্তি হয় ।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com