দেশের বাইরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আবারো একমঞ্চে গান গেয়ে দর্শক মাতালেন বাংলাদেশের দুই জীবন্ত কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা ইয়র্ক কলেজের সুবিশাল অডিটরিয়ামে এই দুই শিল্পী প্রায় তিন ঘণ্টা সঙ্গীত পরিবেশন করেন।
নিউইয়র্কের শো’টাইম মিউজিক এন্ড প্লে আয়োজিত এই লাইভ কনসার্টে রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনকে প্রবাসীদের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।
রাত ৮টায় প্রথমে মঞ্চে আসেন সাবিনা ইয়াসমিন। প্রায় দেড়ঘণ্টা তিনি তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। এরপর মঞ্চে আসেন রুনা লায়লা। বাংলা গানের পাশাপাশি তিনি নিজের জনপ্রিয় কয়েকটি উর্দু গান পরিবেশন করেন। গত বছর মঞ্চে একসঙ্গে গান পরিবেশন করলেও এবার কোনো গান করেননি তারা।
অনুষ্ঠানের আয়োজক শো’টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান বলেন, যতবার তিনি সুযোগ পাবেন কিংবদন্তী এই দুই গুণী শিল্পীকে নিয়ে তিনি অনুষ্ঠান করে যাবেন।
উল্লেখ্য, গত বছরের মে মাসে একইস্থানে রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের কনসাট আয়োজন করেছিল শো’টাইম মিউজিক অ্যান্ড প্লে।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com