নিউইয়র্কের ব্রঙ্কসে হেইট ক্রাইমের শিকার কুলাউড়া হাজীপুরের সদরুল চৌধুরী মালেক
- আপডেটের সময় : ০৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ২১১ টাইম ভিউ
নিউইয়র্কের ব্রঙ্কসে হেইট ক্রাইমের শিকার কুলাউড়া উপজেলাধীন ১০ নং হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের সিনিয়র সহসভাপতি সদরুল চৌধুরী মালেক, পুলিশ রিপোর্ট করায় ফের হুমকি!
নিজস্ব প্রতিনিধি : নিউইয়র্কের ব্রঙ্কসে হেইটক্রাইমের শিকার হয়েছেন বাংলাদেশ কমিউনিটি অব ব্রাজিলের সাবেক সভাপতি,মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাধীন ১০ নং হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের সিনিয়র সহসভাপতি সদরুল ইসলাম চৌধুরী মালেক। হামলার পর পুলিশ রিপোর্ট করায় হামলাকারীরা তাকে ফের তাকে হুমকি দিয়েছেন। এ ঘটনায় তিনি আবারো পুলিশকে জানিয়েছেন।সদরুল ইসলাম চৌধুরী দেশদিগন্ত কে জানান, তিনি গত ১৫ ফেব্রুয়ারি বুধবার বিকাল ৪টার দিকে ব্রঙ্কসের জেরম অ্যাভিনিউ এবং ইস্ট ২১২ স্ট্রিটের ফ্যামিলি ডলারে যান। নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রয় করছেন এবং গ্রুপ মিটিংয়ে ছিলেন,হঠাৎ একজন কৃষ্ণাঙ্গ তাকে ভারতীয় বলে গালিগালাজ করে এবং একপর্যায়ে আক্রমণ চালিয়ে জকম করে। এ বিষয়ে স্থানীয় প্রিসিঙ্কটে অভিযোগ করলেও হামলাকারী এখনো ধরা পড়েনি। ঘটনার দুই দিন পর হামলাকারীর সঙ্গে নিজ এলাকায় আবারো দেখা হলে পুলিশে অভিযোগ দেয়ার কারণে তাকে হত্যা করার হুমকি দেওয়া হয়। এ কারণে তিনি পুনরায় পুলিশের শরণাপন্ন হন।