আপডেট

x


নিউইয়র্কে ফেরার পথে সড়কে প্রাণ গেল বাংলাদেশি দুই ভাইয়ের

বুধবার, ১৯ আগস্ট ২০২০ | ২:১২ অপরাহ্ণ | 349 বার

নিউইয়র্কে ফেরার পথে সড়কে প্রাণ গেল বাংলাদেশি দুই ভাইয়ের

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশি দুই ভাই, আহত হয়েছেন তাদের আরেক ভাই। এছাড়া এ দুর্ঘটনায় আরও একজন মারা গছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোররাতে বাফেলো থেকে নিউ ইয়র্কে ফেরার সময় রচেস্টার এলাকায় তারা দুর্ঘটনায় পড়েন বলে পুলিশ জানিয়েছে।



নিহত মোজাম্মেল হক রাসেল (৩০) যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও ‘ময়মনসিংহ বিভাগ তারুণ্য’ নামক একটি সংগঠনের নেতা।

তিনি গাড়ি চালাচ্ছিলেন। তার গাড়িতে থাকা ছোট ভাই হিমেল এ জয়ও (২৪) ঘটনাস্থলেই মারা যান।

তাদের ভাই আনিসুল হক আপেল (২৩) এবং গাড়িতে থাকা কেনেডি অপি (১৮) নামে আরেকজন আহত হন। তাদের স্ট্রং মেমরিয়্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে পুলিশ জানিয়েছে।

নিউ ইয়র্ক রাজ্য পুলিশ জানিয়েছে, বিপরীত দিক থেকে (ভুল পথে) আসা একটি গাড়ির সঙ্গে রাসেলের গাড়ির সংঘর্ষ হয়।

অন্য গাড়িটির চালক ৮১ বছর বয়েসী চার্লস বারগারস্টোকও ঘটনাস্থলে মারা যান। তিনি ওহাইয়োর বাসিন্দা।

রাসেল নিউ ইয়র্ক সিটির এস্টোরিয়ায় সপরিবারে বসবাস করছিলেন। তাদের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে।

রাসেলের বাবা নিউ ইয়র্ক বোর্ড অব ইলেকশন কমিশনের কর্মকর্তা সিরাজুল ইসলাম ভূইয়া জানান, রাসেলসহ অন্যরা নায়েগ্রা জলপ্রপাত দেখতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনায় পড়ে।

রাসেল ও জয়ের লাশ ময়না তদন্তের পর নিউ ইয়র্কে এনে দাফন করা হবে বলে জানান সিরাজুল।

এ দুর্ঘটনায় বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। আমেরিকায় সিলেট বিভাগের বিভিন্ন সংগঠনের নেতাদের মধ্যে জামাল উদ্দিন লিটন, বদরুল আলম চৌধুরী শিবলু, আহমেদুর রহমান নোমান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবন্দরা শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন। শোক জানিয়েছেন নিউ ইয়র্কে বাংলাদেশের  কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাও।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com