নানা আয়োজনে মানব ঠিকানার ২২ বছর পূর্তি উদযাপন
- আপডেটের সময় : ০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
- / ৫৯৭ টাইম ভিউ
ছয়ফুল আলম সাইফুলঃ নানা আয়োজনে ২২ বছর পূর্তি অনুষ্টান উদযাপন করলো সাপ্তাহিক মানব ঠিকানা পরিবার। এ উপলক্ষে ৩০ নভেম্বর বিকেলে কুলাউড়া শহরের একটি অভিজাত হোটেলে কেক কাটা ও আলোচনাসভার আয়োজন করা হয়।
জনপ্রতিনিধি, শিক্ষক, চিকিৎসক, ব্যাংকার, সাংবাদিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্টজনের অংশগ্রহনে বর্ষপূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান, সাবেক এমপি এমএম শাহীন। এতে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী।
মানব ঠিকানার বার্তা সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ ও চীফ রিপোর্টার আলাউদ্দিন কবিরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, কুলাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া সরকারী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি,
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. নাফিস কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার, পৃথিমপাশা ইউপির চেয়ারম্যান নবাব আলী বাকর খান, সদর ইউপির চেয়ারম্যান নার্গিস আক্তার বুবলি, লংলা আধুনিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আতাউর রহমান, কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল কাদির,
সাপ্তাহিক সংলাপের সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, বিএইচ সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম, প্রেসক্লাব কুলাউড়ার প্রতিষ্ঠাকালীন সভাপতি স্বপন কুমার দেব, প্রেসক্লাব কুলাউড়ার বর্তমান সভাপতি আজিজুল ইসলাম, স্বাগত বক্তব্য দেন মানব ঠিকানার মফস্বল সম্পাদক ময়নুল হক পবন।
এছাড়াও বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক আব্দুল জলিল, দৈনিক সময়ের আলো’র জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, দৈনিক সমকালের কুলাউড়া প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, অনলাইন সিলেট ভিউ কুলাউড়া প্রতিনিধি শাকির আহমদ, দৈনিক কালের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিল প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান ছুরুক, কুলাউড়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক প্রশান্ত কান্ত দত্ত, প্রাইম ব্যাংকের কর্মকর্তা ফাল্গুনি দাস তুলি, লন্ডন প্রবাসী সেলিনা আক্তার, সাপ্তাহিক অর্থকালের সম্পাদক কবি সালাম মাহমুদ, কুলাউড়া সাংবাদিক সমিতির সভাপতি মোক্তাদির হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম,
মানব ঠিকানার সাহিত্য সম্পাদক, সংগঠক শহিদুল ইসলাম তনয়, কুলাউড়া বিআরডিবির ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, কুলাউড়া শিক্ষানুরাগী ফাহমিদা চৌধুরী, বিজিআইসি কুলাউড়া শাখার সহকারী ব্যবস্থাপক সারোয়ার আলম সিপন, কুলাউড়া সাংবাদিক সমিতির সহ সাধারণ সম্পাদক শরীফ আহমদ, সাংগঠনিক সম্পাদক জসিম চৌধুরী,
প্রেসক্লাব কুলাউড়ার দপ্তর সম্পাদক শাহ আলম শামীম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দেব, সাপ্তাহিক সীমান্তের ডাকের বার্তা সম্পাদক সুমন আলম, যায়যায়দিন প্রতিনিধি আবদুল আহাদ, সিলেট মিরর প্রতিনিধি জিয়াউল হক, প্রভাষক একেএম তাহিরুল হক, কুলাউড়া ব্যবসায়ী সমিতির ক্রীড়া সম্পাদক নাজমুল বারী সুহেল, সদস্য এইচডি রুবেল, অনলাইন পূর্বপশ্চিম ডট কমের জেলা প্রতিনিধি এম এ কাইয়ূম, ভোরের ডাকের জুড়ী প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন,
অনলাইন দেশ দিগন্তের বার্তা সম্পাদক ছয়ফুল আলম সাইফুল, তরুণ ব্যবসায়ী সাইফুল ইসলাম সুহেল, মানব ঠিকানার শ্রীমঙ্গল প্রতিনিধি শামছুল ইসলাম শামীম, সংবাদকর্মী আশরাফুল ইসলাম জুয়েল, অনলাইন নতুন সংবাদের বার্তা সম্পাদক আল ফেরদৌস, ঠিকানা পাঠক ফোরামের সাহিত্য সম্পাদক জিয়াউর রহমান ফরিদ, দক্ষিণ লংলা শাখার সভাপতি শামছুল আজাদ শামসুদ্দিন, ছাত্রনেতা ফয়েজ আহমদ, নুর উদ্দিন প্রমুখ।