আপডেট

x


নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ

বুধবার, ১১ অক্টোবর ২০১৭ | ১২:০০ পূর্বাহ্ণ | 1102 বার

নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা সফরের শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। দুই ম্যাচ টেস্ট সিরিজের দু’টিতেই বিশাল ব্যবধানে হেরেছে টাইগাররা।

তবে টেস্টের ব্যর্থতা ভুলে ওয়ানডে সিরিজটা নতুন ভাবেই শুরু করতে চায় টিম বাংলাদেশ।



প্রসঙ্গত, ইতোমধ্যে ওয়ানডে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব, নাসির, সাইফুদ্দিন। তাই নব উদ্যমে নতুনভাবে এগুতে চায় বাংলাদেশ। ওয়ানডের নেতৃত্বটা অবশ্য থাকছে মাশরাফির কাঁধেই। তাই তিনি প্রহর গুণছেন নতুন শুরুর। সাম্প্রতিক অতীতও মাশরাফির পক্ষেই। কারণ শেষ সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে।

এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। আমাদের ওয়ানডে অধিনায়ক চলে এসেছে। চারজন নতুন খেলোয়াড় দলে যোগ দিয়েছে। আমার বিশ্বাস, আমরা ওয়ানডেতে অবশ্যই ভালো করব। ’

আগামী ১৫ অক্টোবর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে একটি প্রস্তুতিমূলক ম্যাচ হবে আগামী বৃহস্পতিবার।

মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com