‘নগর চত্বর‘-কে কামরান চত্বর নাম ফলক লাগালেন আ’লীগ অনুসারী নেতারা
- আপডেটের সময় : ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
- / ৪৬৩ টাইম ভিউ
সিলেটের প্রাণকেন্দ্র বন্দরবাজারে সিটি পয়েন্ট চত্বরে সদ্য প্রয়াত সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের নাম সম্বলিত নামের ফলক লাগালেন কামরান অনুসারীরা। সোমবার (২৭ জুলাই) কামরান অনুসারীরা প্রতিবাদ মিছিল সহকারে ‘ কামরান চত্বর’ নামের ফলক লাগান।
এসময় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারন জনতা উপস্থিত ছিলেন।
এর আগে রোববার নগরীর বন্দরবাজার এলাকার সিলেট সিটি করপোরেশনের সামনের চত্বরটি এতোদিন ‘সিটি পয়েন্ট’ নামে পরিচিত ছিলো। তবে রোববার (২৬ জুলাই) এই মোড়টি ‘নগর চত্বর’ নামে নামকরণ করে উদ্ভোধন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
যদিও সিলেটের আওয়ামী লীগ নেতাকর্মীদের অনেকে এই চত্বরটি সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র সদ্য প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরানের নামে নামকরণের দাবি জানিয়েছিলেন।
রোববার সন্ধ্যা এই চত্বরের নতুন নামকরণের পাশপাশি এ স্থানে সম্প্রতি ভেঙ্গে ফেলে নগরীর চৌহাট্টা এলাকার শত বছরের প্রাচীন স্থাপনা আবুসিনা ছাত্রাবাসের আদালে নির্মিত স্থাপনার উদ্বোধন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় তিনি বলেন, সিলেটের ইতিহাস ঐতিহ্যকে লালন করেই নগরীকে সাজানো হচ্ছে। সিলেট সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে সৌন্দর্য্য বর্ধণ অবকাঠামো নির্মান করা হচ্ছে। নির্মিত অবকাঠামোগুলোতে নগরীর ট্রাফিক কার্যক্রম পরিচালনায় সহায়ক ব্যবস্থা রাখা হয়েছে।#