আপডেট

x


নওগাঁয় শিশু নারীসহ ১০ রোহিঙ্গা আটক

সোমবার, ১৩ নভেম্বর ২০১৭ | ২:৩৮ অপরাহ্ণ | 1088 বার

নওগাঁয় শিশু নারীসহ ১০ রোহিঙ্গা আটক

ওগাঁর সাপাহার সীমান্ত এলাকা থেকে শিশু নারীসহ ১০ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে পাঁচ শিশু, দুই নারী ও তিন পুরুষ রয়েছে।

সোমবার সকালে মধুইল বাজারে বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।



বিজিবি জানান, সকালে সাপাহার সীমান্ত এলাকার মধুইল বাজার থেকে একটি যাত্রীবাহী বাস নওগাঁর উদ্দেশে ছাড়ছিল। এ সময় ওই ১০ রোহিঙ্গা তড়িঘড়ি করে বাসে উঠে। পরে স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে সাপাহার ১৪ বিজিবি ক্যাম্পে খবর দেয়। পরে তারা এসে আটকদের ক্যাম্পে নিয়ে যায়।

১৪ বিজিবির কোমান্ডিং অফিসার লে.কর্নেল খিজির খাঁ জানান, ওই ১০ রোহিঙ্গাকে আটকের পর স্থানীয় খঞ্জনপুর কোম্পানি ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা কোথায় থেকে এসেছে বা কথায় যাবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com