আপডেট

x


ধামরাইয়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭ | ১:০১ পূর্বাহ্ণ | 1083 বার

ধামরাইয়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার ধামরাইয়ের বালিথা এলাকায় ইফাদ অটোস-এর সামনে ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী উত্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে  আসা ইটবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক যুবক নিহত হন। আহত হন অন্তত ২০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।



নিহতের পরিচয় উদঘাটনের জন্য হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com