ধর্ষক ছাত্রলীগ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজার ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- আপডেটের সময় : ০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
- / ৩৯৪ টাইম ভিউ
সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ ও খাগড়াছড়িতে প্রতিবন্ধীকে ধর্ষনকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে মৌলভীবাজার জেলা ছাত্রদল।
বিক্ষোভ মিছিল শমশেরনগর রোডের মৌলভী ফার্নিচার এর সামনে থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জুলিয়া শপিং সিটি এর সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল মিয়া, সাধারন সম্পাদক আকিদুর রহমান সোহান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহ আলম, জেলা ছাত্রদল নেতা রিপন মিয়া, মামুন পারভেজ ও আবিদুর রহমান প্রমুখ। এ সময় বক্তরা বলেন, ধর্ষণকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।