দেয়াল ভেঙ্গে ঢুকে প্রবাসীকে গুলি করে হত্যা দ.আফ্রিকায়
- আপডেটের সময় : ০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ৩৩৩ টাইম ভিউ
এবার দেয়াল ভেঙ্গে ঢুকে প্রবাসীকে গুলি করে হত্যা!
বসবাসের অনুপযোগী হয়ে উঠছে দ.আফ্রিকা…
গতকাল মধ্যরাতে পুমালাঙ্গা প্রদেশের একটি লোকেশনে নুরনবী শিবলুকে গুলি করে হত্যা করেছে ডাকাতরা। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়।
তার স্বজন সজিব জানান, শিবলু প্রতিদিনের মত দোকান বন্ধ করে দোকানের পিছনের বাসায় অবস্থান করছিলেন। রাতে খেয়ে ঘুমিয়ে গেলে মধ্যরাতে একদল ডাকাত দেয়াল ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় তারা শিবলুকে জিম্মি করে নগদ টাকা, মোবাইল, এয়ারটাইম সহ মূল্যবান জিনিসপত্র পত্র নিয়ে যায়। চলে যাওয়ার সময় ডাকাতরা শিবলুকে গুলি করে হত্যা করে।।
এতকিছু নেয়ার পরও কি কারণে তাকে হত্যা করা হলো!? এই প্রশ্ন থেকে যাচ্ছে!?
চলতি বছরে এই নিয়ে ১৯ প্রবাসীর প্রাণ ঝরেছে দক্ষিণ আফ্রিকায়। সাথে চুরি, ছিনতাই তো আছেই।
যে হারে অপরাধ বাড়ছে তাতে এই দেশে বসবাস করা কষ্টসাধ্য হয়ে পড়বে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশীরা।
তথ্য ও ছবি- নুরুল আলম