ঢাকা , শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতেবিভিন্ন চক্রান্তে লিপ্ত আ’লীগ গ্রিন সিলেট ট্রাভেলসের আয়োজনে বাংলাদেশে পর্তুগাল দূতাবাস/কনসুলেট চেয়ে খোলা চিঠি স্বৈরাচার সরকার পতনের পর যুক্তরাজ্যে ফিরছেন সিলেট আওয়ামী লীগ নেতারা বিএনপি পর্তুগাল শাখার উদ্যোগে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত! বন্যার্ত মানুষের ত্রান তহবিলের জন্যে ৬ লাখ পঞ্চাশ হাজার টাকা ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেজা শাখার কর্মি সম্মেলন অনুষ্ঠিত বিমানের নতুন চেয়ারম্যান কুলাউড়ার আব্দুল মুয়ীদ চৌধুরী খালেদা জিয়ার সুস্থতা ও ২৪ কোটা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল পর্তুগালে রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটির আত্মপ্রকাশ পর্তুগাল বিএনপি’র আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে দোয়া ও মাহফিল সম্পন্ন বিমূর্ত সব মুর্হুতরা, আমার মা’য়ের সাথের শেষ শনিবার – শাহারুল কিবরিয়া

দেশের প্রথম পূর্ণাঙ্গ স্মার্ট অফিস উদ্বোধন

ছয়ফুল আলম সাইফুলঃ
  • আপডেটের সময় : ১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯
  • / ৮৮৬ টাইম ভিউ

ছয়ফুল আলম সাইফুলঃ দেশের প্রথম পূর্ণাঙ্গ স্মার্ট অফিস হিসেবে যাত্রা শুরু করেছে রাজধানীর কারওয়ান বাজারস্থ সফটওয়্যার টেকনোলজি পার্কে সিসটেক ডিজিটাললিমিটেড এর শাখা অফিস।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে এই স্মার্ট অফিসের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফাজব্বার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসটেক ডিজিটাল লিমিটেডের চেয়ারম্যান নাহিদ মওলা মৌরী, ব্যবস্থাপনা পরিচালক এম রাশিদুল হাসান,বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এনডিসি, হাই টেক পার্ক পরিচালক মোঃ শফিকুল ইসলাম,উইটসা’র সাধারণ সম্পাদক ড. জেমস এইচ. প্ইুসান্ট, অ্যাসোসিও’র সাবেক সভাপতি আব্দুল্লাহ এইচ কাফি, বেসিসের প্রতিষ্ঠাতা সভাপতি এতৌহিদ, বর্তমান সভাপতি সৈয়দ আলমাস কবির, বিসিএস সভাপতি শাহিদ উল মুনীর, বাক্কো সভাপতি ওয়াহিদুর রহমান শরিফ, মহাসচিব তৌহিদহোসাইন, আপডেট সল্যুশনের ব্যবস্থাপনা পরিচালক টিআইএম নুরুল কবির, এমআরপি প্রজেক্টের সাবেক প্রকল্প পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল(অবঃ) রাফায়েত উল্লাহ, ইক্যাবের মহাসচিব আব্দুল ওয়াহেদ তমাল, বিআইজেএফ সভাপতি মোজাহিদুল ইসলাম ঢেউ প্রমুখ।

স্মার্ট অফিস হলো ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তি ও সেবাকে কাজে লাগিয়ে বুদ্ধিমান ও চৌকস পরিবেশে কাজের উপযোগী একটি অফিস, যেখানে সবকিছুই নিয়ন্ত্রিত হয়ে চৌকস উপায়ে। অফিসের বাতি, এসি, ডেস্ক, ভ্যানিশিং ব্লাইন্ড, স্ক্রিন, নানা ধরনের যন্ত্রপাতিসহ সবকিছুই নিয়ন্ত্রিত হয়আধুনিক ইন্টারনেট নিয়ন্ত্রিত উপায়। প্রায় এক বছর ধরে সিসটেক ডিজিটাল লিমিটেড বেশ কিছু বিদেশি স্মার্ট ডিভাইস উৎপাদনকারী কোম্পানিকেবাংলাদেশ থেকে সফটওয়্যার ও প্রযুক্তি সেবা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় ঐ কোম্পানিগুলোর সাথে দেশীয় সফটওয়্যার ও প্রযুক্তিরসংমিশ্রণে সিসটেক তাদের বাংলাদেশ, যুক্তরাজ্য ও জাপান অফিস থেকে সম্পূর্ণ স্মার্ট অফিস অটোমেশন সেবা চালু করতে যাচ্ছে। যার একটিব্যবহারিক বাস্তবায়ন করা হয়েছে সিসটেক ডিজিটালের জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্ক অফিসে।

অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রী মোস্তাফা জব্বার সিসটেক ডিজিটাল লিমিটেডের এই স্মার্ট অফিস সেবার ভূয়সী প্রশংসা করে বলেন, আমাদের দেশীয়প্রতিষ্ঠান অনেক আগেই সফটওয়্যার সেবা রপ্তানিতে আন্তর্জাতিক অঙ্গনে অনেক সুনাম অর্জন করেছে। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ থেকেআমরা হার্ডওয়্যার তৈরির ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছি। অচিরেই আমরা হার্ডওয়্যার রপ্তানিতেও সুনাম অর্জন করতে সক্ষম হবো। এই ধরনের অফিসসিসটেক এর কাজের পরিবেশকে উন্নত করার পাশাপাশি সার্বিকভাবে কাজের মান, দক্ষতা, মেধা ও মননশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালনকরবে।

সিসটেক ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম রাশিদুল হাসান বলেন, শত প্রতিকূলতার মাঝেও বাংলাদেশের মতো একটি উন্নয়নশীলদেশে এই ধরনের স্মার্ট অফিস সেবা চালু করতে পেরে আমরা আনন্দিত।

প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে এই খাতে আমাদের গবেষণা ওউদ্ভাবন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্মার্ট অফিস সম্পর্কে আরও জানতে ভিজিট করুন http://systechdigital.com/smart-office এ।

পোস্ট শেয়ার করুন

দেশের প্রথম পূর্ণাঙ্গ স্মার্ট অফিস উদ্বোধন

আপডেটের সময় : ১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯

ছয়ফুল আলম সাইফুলঃ দেশের প্রথম পূর্ণাঙ্গ স্মার্ট অফিস হিসেবে যাত্রা শুরু করেছে রাজধানীর কারওয়ান বাজারস্থ সফটওয়্যার টেকনোলজি পার্কে সিসটেক ডিজিটাললিমিটেড এর শাখা অফিস।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে এই স্মার্ট অফিসের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফাজব্বার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসটেক ডিজিটাল লিমিটেডের চেয়ারম্যান নাহিদ মওলা মৌরী, ব্যবস্থাপনা পরিচালক এম রাশিদুল হাসান,বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এনডিসি, হাই টেক পার্ক পরিচালক মোঃ শফিকুল ইসলাম,উইটসা’র সাধারণ সম্পাদক ড. জেমস এইচ. প্ইুসান্ট, অ্যাসোসিও’র সাবেক সভাপতি আব্দুল্লাহ এইচ কাফি, বেসিসের প্রতিষ্ঠাতা সভাপতি এতৌহিদ, বর্তমান সভাপতি সৈয়দ আলমাস কবির, বিসিএস সভাপতি শাহিদ উল মুনীর, বাক্কো সভাপতি ওয়াহিদুর রহমান শরিফ, মহাসচিব তৌহিদহোসাইন, আপডেট সল্যুশনের ব্যবস্থাপনা পরিচালক টিআইএম নুরুল কবির, এমআরপি প্রজেক্টের সাবেক প্রকল্প পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল(অবঃ) রাফায়েত উল্লাহ, ইক্যাবের মহাসচিব আব্দুল ওয়াহেদ তমাল, বিআইজেএফ সভাপতি মোজাহিদুল ইসলাম ঢেউ প্রমুখ।

স্মার্ট অফিস হলো ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তি ও সেবাকে কাজে লাগিয়ে বুদ্ধিমান ও চৌকস পরিবেশে কাজের উপযোগী একটি অফিস, যেখানে সবকিছুই নিয়ন্ত্রিত হয়ে চৌকস উপায়ে। অফিসের বাতি, এসি, ডেস্ক, ভ্যানিশিং ব্লাইন্ড, স্ক্রিন, নানা ধরনের যন্ত্রপাতিসহ সবকিছুই নিয়ন্ত্রিত হয়আধুনিক ইন্টারনেট নিয়ন্ত্রিত উপায়। প্রায় এক বছর ধরে সিসটেক ডিজিটাল লিমিটেড বেশ কিছু বিদেশি স্মার্ট ডিভাইস উৎপাদনকারী কোম্পানিকেবাংলাদেশ থেকে সফটওয়্যার ও প্রযুক্তি সেবা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় ঐ কোম্পানিগুলোর সাথে দেশীয় সফটওয়্যার ও প্রযুক্তিরসংমিশ্রণে সিসটেক তাদের বাংলাদেশ, যুক্তরাজ্য ও জাপান অফিস থেকে সম্পূর্ণ স্মার্ট অফিস অটোমেশন সেবা চালু করতে যাচ্ছে। যার একটিব্যবহারিক বাস্তবায়ন করা হয়েছে সিসটেক ডিজিটালের জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্ক অফিসে।

অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রী মোস্তাফা জব্বার সিসটেক ডিজিটাল লিমিটেডের এই স্মার্ট অফিস সেবার ভূয়সী প্রশংসা করে বলেন, আমাদের দেশীয়প্রতিষ্ঠান অনেক আগেই সফটওয়্যার সেবা রপ্তানিতে আন্তর্জাতিক অঙ্গনে অনেক সুনাম অর্জন করেছে। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ থেকেআমরা হার্ডওয়্যার তৈরির ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছি। অচিরেই আমরা হার্ডওয়্যার রপ্তানিতেও সুনাম অর্জন করতে সক্ষম হবো। এই ধরনের অফিসসিসটেক এর কাজের পরিবেশকে উন্নত করার পাশাপাশি সার্বিকভাবে কাজের মান, দক্ষতা, মেধা ও মননশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালনকরবে।

সিসটেক ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম রাশিদুল হাসান বলেন, শত প্রতিকূলতার মাঝেও বাংলাদেশের মতো একটি উন্নয়নশীলদেশে এই ধরনের স্মার্ট অফিস সেবা চালু করতে পেরে আমরা আনন্দিত।

প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে এই খাতে আমাদের গবেষণা ওউদ্ভাবন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্মার্ট অফিস সম্পর্কে আরও জানতে ভিজিট করুন http://systechdigital.com/smart-office এ।