ঢাকা , শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
গ্রিন সিলেট ট্রাভেলসের আয়োজনে বাংলাদেশে পর্তুগাল দূতাবাস/কনসুলেট চেয়ে খোলা চিঠি স্বৈরাচার সরকার পতনের পর যুক্তরাজ্যে ফিরছেন সিলেট আওয়ামী লীগ নেতারা বিএনপি পর্তুগাল শাখার উদ্যোগে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত! বন্যার্ত মানুষের ত্রান তহবিলের জন্যে ৬ লাখ পঞ্চাশ হাজার টাকা ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেজা শাখার কর্মি সম্মেলন অনুষ্ঠিত বিমানের নতুন চেয়ারম্যান কুলাউড়ার আব্দুল মুয়ীদ চৌধুরী খালেদা জিয়ার সুস্থতা ও ২৪ কোটা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল পর্তুগালে রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটির আত্মপ্রকাশ পর্তুগাল বিএনপি’র আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে দোয়া ও মাহফিল সম্পন্ন বিমূর্ত সব মুর্হুতরা, আমার মা’য়ের সাথের শেষ শনিবার – শাহারুল কিবরিয়া বাংলাদেশে কোটা আন্দোলনে হত্যার প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ করেছে বাংলাদেশী প্রবাসীরা

দেশের দ্রুততম মানব-মানবী মেজবাহ ও শিরিন

এনা :
  • আপডেটের সময় : ০২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭
  • / ১২৮৪ টাইম ভিউ

দেশের দ্রুততম মানব ও মানবীর মুকুট ধরে রেখেছেন মেজবাহ আহমেদ ও শিরিন আক্তার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় সামার অ্যাথলেটিক্সের (২২জুলাই) দ্বিতীয় ও শেষ দিনে ছেলেদের ১০০ মিটার দৌড়ে ১০ দশমিক ৩০ সেকেন্ড সময় নিয়ে সেরা হন মেজবাহ। আর মেয়েদের হয়ে শিরিন ১০০ মিটার দৌড় শেষ করতে সময় নেন ১২ দশমিক ৩০ সেকেন্ড। ১০০ মিটার স্প্রিন্টের মানব ও মানবীর খেতাব থাকল মেজবাহ আহমেদ ও শিরিন আক্তারের কাছেই।
জাতীয় পর্যায়ে এনিয়ে ষষ্ঠবার দ্রুততম মানব হলেন মেজবাহ। সামার অ্যাথলেটিকসে এটি তার দ্বিতীয় জয়। এছাড়া জাতীয় অ্যাথলেটিকসে তিনবার ও বাংলাদেশ গেমসে একবার সেরা হন তিনি।
সামার অ্যাথলেটিকসের শেষদিন দেশের দ্রুততম মানবের মুকুট ধরে রাখতে তিনি পেছনে ফেলেন শাহ ইমরান ও শরীফুল ইসলামকে। আগামী আগস্টে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে এ জয় ভালো কিছু করার আত্মবিশ্বাস বাড়াবে মনে করেন মেজবাহ।
এদিকে জাতীয় পর্যায়ে পঞ্চমবার ১০০ মিটার স্প্রিন্টে সবার সেরা হয়েছেন শিরিন। জাতীয় অ্যাথলেটিকসে তিনবার প্রথম হয়েছেন তিনি। আর এনিয়ে দ্বিতীয়বার সামার অ্যাথলেটিকসে সবার সেরা হলেন। শিরিন তার দৌড় শেষ করেছেন ১২.৩০ সেকেন্ড সময় নিয়ে। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন সোহাগী আক্তার ও সুস্মিতা ঘোষ।
টাইমিং নিয়ে তেমন খুশি না হলেও শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পেরে খুশি শিরিন আক্তার, ‘পঞ্চমবারের মতো দ্রুততম মানবী হলাম। খুব ভালো লাগছে। নৌবাহিনীতে যোগ দিলেও বিকেএসপিতেই ট্রেনিং করছিলাম। যদি অনুশীলনটা অব্যাহত রাখতে পারি তাহলে টাইমিং আরও ভালো করতে পারব। আর সামনে ঘরোয়া এবং আন্তর্জাতিক যে মিটগুলো আছে সেখানে সময় আরও কমিয়ে আনতে চাই। টাইমিং উন্নতি করে জিততে চাই এসএ গেমসে স্বর্ণ। অনুশীলনটা অব্যাহত রাখতে পারলে ভালো হবে।

পোস্ট শেয়ার করুন

দেশের দ্রুততম মানব-মানবী মেজবাহ ও শিরিন

আপডেটের সময় : ০২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭

দেশের দ্রুততম মানব ও মানবীর মুকুট ধরে রেখেছেন মেজবাহ আহমেদ ও শিরিন আক্তার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় সামার অ্যাথলেটিক্সের (২২জুলাই) দ্বিতীয় ও শেষ দিনে ছেলেদের ১০০ মিটার দৌড়ে ১০ দশমিক ৩০ সেকেন্ড সময় নিয়ে সেরা হন মেজবাহ। আর মেয়েদের হয়ে শিরিন ১০০ মিটার দৌড় শেষ করতে সময় নেন ১২ দশমিক ৩০ সেকেন্ড। ১০০ মিটার স্প্রিন্টের মানব ও মানবীর খেতাব থাকল মেজবাহ আহমেদ ও শিরিন আক্তারের কাছেই।
জাতীয় পর্যায়ে এনিয়ে ষষ্ঠবার দ্রুততম মানব হলেন মেজবাহ। সামার অ্যাথলেটিকসে এটি তার দ্বিতীয় জয়। এছাড়া জাতীয় অ্যাথলেটিকসে তিনবার ও বাংলাদেশ গেমসে একবার সেরা হন তিনি।
সামার অ্যাথলেটিকসের শেষদিন দেশের দ্রুততম মানবের মুকুট ধরে রাখতে তিনি পেছনে ফেলেন শাহ ইমরান ও শরীফুল ইসলামকে। আগামী আগস্টে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে এ জয় ভালো কিছু করার আত্মবিশ্বাস বাড়াবে মনে করেন মেজবাহ।
এদিকে জাতীয় পর্যায়ে পঞ্চমবার ১০০ মিটার স্প্রিন্টে সবার সেরা হয়েছেন শিরিন। জাতীয় অ্যাথলেটিকসে তিনবার প্রথম হয়েছেন তিনি। আর এনিয়ে দ্বিতীয়বার সামার অ্যাথলেটিকসে সবার সেরা হলেন। শিরিন তার দৌড় শেষ করেছেন ১২.৩০ সেকেন্ড সময় নিয়ে। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন সোহাগী আক্তার ও সুস্মিতা ঘোষ।
টাইমিং নিয়ে তেমন খুশি না হলেও শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পেরে খুশি শিরিন আক্তার, ‘পঞ্চমবারের মতো দ্রুততম মানবী হলাম। খুব ভালো লাগছে। নৌবাহিনীতে যোগ দিলেও বিকেএসপিতেই ট্রেনিং করছিলাম। যদি অনুশীলনটা অব্যাহত রাখতে পারি তাহলে টাইমিং আরও ভালো করতে পারব। আর সামনে ঘরোয়া এবং আন্তর্জাতিক যে মিটগুলো আছে সেখানে সময় আরও কমিয়ে আনতে চাই। টাইমিং উন্নতি করে জিততে চাই এসএ গেমসে স্বর্ণ। অনুশীলনটা অব্যাহত রাখতে পারলে ভালো হবে।