দেশকে বাচাতে ভোটারবিহীন সরকারের পরিবর্তন করতে হবে : সুলতান মনসুর
- আপডেটের সময় : ০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮
- / ৫৬৫ টাইম ভিউ
ছয়ফুল আলম সাইফুলঃ জাতীয় ঐক্যফন্টের শীর্ষ নেতা মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাকসুর সাবেক ভিপি ও এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বলেছেন একটি অদৃশ্য শক্তি ২০০৮ সালের সংসদ নির্বাচনে আমাকে কুলাউড়ার জনগনের সেবা করা থেকে বঞ্চিত করে রেখেছিল। দীর্ঘ ১০ বছর পর মুক্তিযোদ্ধের রনহুঙ্কার জয় বাংলা শ্লোগান দিয়ে ড.কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের মধ্য দিয়ে আজ আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। জাতীয় ঐক্যফ্রন্ট এর নেতৃত্বে সারা দেশে ২০১৪ সালের ভোটার বিহিন,দখলবাজ সরকার পরিবর্তনের গনজোয়ার সৃষ্টি হয়েছে। তাই আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে ধানের শীষ প্রতিকের মধ্য দিয়ে জনগনের ভোটের মাধ্যমে দখলবাজ সরকারের পতনে,গনতন্ত্র ও জনগনের অধিকার প্রতিষ্টায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থনে সোমবার কুলাউড়া স্বাধীনতা সৌধ চত্তরে আয়োজিত নির্বাচনী বিশাল জনসমাবেশে তিনি একথা বলেন।
নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম-আহ্বায়ক শওকতুল ইসলাম শকুর সভাপতিত্বে ও বিএনপি নেতা রেদওয়ান খান,শামীম আহমদ চৌধুরী ও মুজিবুল আলম সোহেলের পরিচালনায় অনুষ্টিত সমাবেশে কুলাউড়া নির্বাচন পরিচালনা উপদেষ্টা কমিটির আহ্বায়ক সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান বলেন এমপি হওয়া আমার পেশা নয়। আমার পেশা এদেশের মানুষের পক্ষে রাজনীতি করা। তাই বিগত ২০১৪ সালের ভোটারবিহিন নির্বাচনে অংশ গ্রহন করিনি। এবারের নির্বাচনে দেশের ও জনগনের স্বার্থে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়েছে। তেমনিভাবে কুলাউড়াবাসী ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মনসুরের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে আমার ভোট আমি দেব,যাকে খুশী তাকে দেব ভোট দিয়ে সুলতান মনসুরকে বিজয়ী করার আহ্বান জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ মুজিবুর রহমান মুজিব ও সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান,কুলাউড়া নির্বাচন পরিচালনা উপদেষ্টা কমিটির সদস্য সাবেক মেয়র কামাল আহমদ জুনেদ,বিএনপি নেতা কমর উদ্দিন আহমদ কমরু চেয়ারম্যান,আব্দুল গফ্ফার চৌধুরী,আলমগীর হোসেন ভুইয়া, জমিয়ত নেতা আশরাফুল হক,শ্রমিক দল নেতা সিরাজ উদ্দিন বুলু,যুবদল নেতা জুবের খান,সরওয়ার আলম বেলাল,কাওছার আহমদ নিপার,ছাত্রদল নেতা ওহিদ বখশ মান্না, রেজাউল করিম ভুইয়া,উপজেলা ছাত্রদল সভাপতি ফয়েজ উদ্দিন,সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা প্রমুখ।