ঢাকা , বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
গ্রিন সিলেট ট্রাভেলসের আয়োজনে বাংলাদেশে পর্তুগাল দূতাবাস/কনসুলেট চেয়ে খোলা চিঠি স্বৈরাচার সরকার পতনের পর যুক্তরাজ্যে ফিরছেন সিলেট আওয়ামী লীগ নেতারা বিএনপি পর্তুগাল শাখার উদ্যোগে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত! বন্যার্ত মানুষের ত্রান তহবিলের জন্যে ৬ লাখ পঞ্চাশ হাজার টাকা ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেজা শাখার কর্মি সম্মেলন অনুষ্ঠিত বিমানের নতুন চেয়ারম্যান কুলাউড়ার আব্দুল মুয়ীদ চৌধুরী খালেদা জিয়ার সুস্থতা ও ২৪ কোটা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল পর্তুগালে রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটির আত্মপ্রকাশ পর্তুগাল বিএনপি’র আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে দোয়া ও মাহফিল সম্পন্ন বিমূর্ত সব মুর্হুতরা, আমার মা’য়ের সাথের শেষ শনিবার – শাহারুল কিবরিয়া বাংলাদেশে কোটা আন্দোলনে হত্যার প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ করেছে বাংলাদেশী প্রবাসীরা

দৃষ্টিনন্দন সিলেট ও দেশদিগন্তের ঈদ আনন্দ উৎসব

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : ০১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭
  • / ১৫২৩ টাইম ভিউ

কুয়েত থেকে প্রকাশিত ট্যাবলয়েড পত্রিকা দৃষ্টিনন্দন সিলেট এবং জাতীয় অনলাইন পোর্টাল দেশদিগন্ত গত ১৩ জুলাই খাইতানস্থ রাজধানী প্যালেস হোটেলের হলরুমে বর্ণাঢ্য আয়োজনে বিশাল পরিসরে ঈদ আনন্দ উৎসব ও সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে। সম্পাদক ও প্রকাশক শেখ মিজানুর রহমান টিপু‘র প্রানবন্ত উপস্থাপনায় অনুষ্টানে সভাপতিত্ব করেন, সিলেটের কৃতিসন্তান কুয়েত’র বিশিষ্ট ব্যাবসায়ী জালালাবাদ সমাজ কল্যান সমিতি’র সভাপতি  আলহাজ্ব জুবায়ের আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের কৃতি সন্তান কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব জহিরুল ইসলাম খাঁন।

IMG_0181

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব জালালাবাদ সমাজ কল্যান সমিতি’র সাধারন সম্পাদক আবুল হাসেম এনাম, রাজনৈতিক ব্যাক্তিত্ব আলহাজ্ব মাহমুদ আলী, বিশিষ্ট্য ব্যাবসায়ীলআবুল হোসেন চৌধুরী ফারুক, সিলেট বিভাগীয় সাংস্কৃতিক গোষ্টী’র সভাপতি ইজাজুর রহমান জুনেল, জালালাবাদ এসোসিয়েশন স্পোটিং ক্লাবের সভাপতি শওকত আলী ।

অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল সভাপতি লুৎফর রহমান (মোখাইল আলী ), বাংলাভিশন  কুয়েত প্রতিনিধি কামরুল হাসান বাবলু, আর টিভি কুয়েত প্রতিনিধি জালাল আহমেদ, বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব কুয়েত’র সভাপতি আক্তারুজ্জামান, বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব ফয়েজ কামাল, স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনে কর্মরত ডা: বুশরা হাবিব. ও নাসরিন আক্তার মৌসুমী প্রমূখ  । বক্তারা সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন এর ভূয়শী প্রশংসা করে বর্তমান অবস্থার প্রেক্ষাপট নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী সবাইকে এক সাথে কাজ করার আহবান জানান।

IMG_0202

সংঙ্গীত সন্ধ্যায় নাচ ও গানে মাতান যারা- সিলেট বেতারের প্রাক্তন শিল্পী ফারুক আহমেদ, এটি এন বাংলা তে রিয়েলিটি শো ২০১৪ সত্যের যয়ো গানে চ্যাম্পিয়ন আশরাফুল আলম, ও চ্যানেল আই তে অংশগ্রহনকারী নুরুল হুদা (ফাতেমা). কুয়েতে জনপ্রিয় শিল্পী রুনা আক্তার কেয়া, বিশিষ্ট শিল্পী আবু তাহের এবং নৃত্য ছিলেন কৌশেব নাথ, সাদিয়া ইসলাম মিম, মো: নাসিফ. ইসরাক খান, মো: সাইফ উদ্দিন ।

IMG_0203

অনুষ্টানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সাংবাদিক ও সর্বস্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্টান রূপ নেয় বাংলাদেশীদের  মিলন মেলায় ।
IMG_0185IMG_0186
 IMG_0196IMG_0199
IMG_0188IMG_0205

পোস্ট শেয়ার করুন

দৃষ্টিনন্দন সিলেট ও দেশদিগন্তের ঈদ আনন্দ উৎসব

আপডেটের সময় : ০১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭

কুয়েত থেকে প্রকাশিত ট্যাবলয়েড পত্রিকা দৃষ্টিনন্দন সিলেট এবং জাতীয় অনলাইন পোর্টাল দেশদিগন্ত গত ১৩ জুলাই খাইতানস্থ রাজধানী প্যালেস হোটেলের হলরুমে বর্ণাঢ্য আয়োজনে বিশাল পরিসরে ঈদ আনন্দ উৎসব ও সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে। সম্পাদক ও প্রকাশক শেখ মিজানুর রহমান টিপু‘র প্রানবন্ত উপস্থাপনায় অনুষ্টানে সভাপতিত্ব করেন, সিলেটের কৃতিসন্তান কুয়েত’র বিশিষ্ট ব্যাবসায়ী জালালাবাদ সমাজ কল্যান সমিতি’র সভাপতি  আলহাজ্ব জুবায়ের আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের কৃতি সন্তান কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব জহিরুল ইসলাম খাঁন।

IMG_0181

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব জালালাবাদ সমাজ কল্যান সমিতি’র সাধারন সম্পাদক আবুল হাসেম এনাম, রাজনৈতিক ব্যাক্তিত্ব আলহাজ্ব মাহমুদ আলী, বিশিষ্ট্য ব্যাবসায়ীলআবুল হোসেন চৌধুরী ফারুক, সিলেট বিভাগীয় সাংস্কৃতিক গোষ্টী’র সভাপতি ইজাজুর রহমান জুনেল, জালালাবাদ এসোসিয়েশন স্পোটিং ক্লাবের সভাপতি শওকত আলী ।

অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল সভাপতি লুৎফর রহমান (মোখাইল আলী ), বাংলাভিশন  কুয়েত প্রতিনিধি কামরুল হাসান বাবলু, আর টিভি কুয়েত প্রতিনিধি জালাল আহমেদ, বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব কুয়েত’র সভাপতি আক্তারুজ্জামান, বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব ফয়েজ কামাল, স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনে কর্মরত ডা: বুশরা হাবিব. ও নাসরিন আক্তার মৌসুমী প্রমূখ  । বক্তারা সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন এর ভূয়শী প্রশংসা করে বর্তমান অবস্থার প্রেক্ষাপট নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী সবাইকে এক সাথে কাজ করার আহবান জানান।

IMG_0202

সংঙ্গীত সন্ধ্যায় নাচ ও গানে মাতান যারা- সিলেট বেতারের প্রাক্তন শিল্পী ফারুক আহমেদ, এটি এন বাংলা তে রিয়েলিটি শো ২০১৪ সত্যের যয়ো গানে চ্যাম্পিয়ন আশরাফুল আলম, ও চ্যানেল আই তে অংশগ্রহনকারী নুরুল হুদা (ফাতেমা). কুয়েতে জনপ্রিয় শিল্পী রুনা আক্তার কেয়া, বিশিষ্ট শিল্পী আবু তাহের এবং নৃত্য ছিলেন কৌশেব নাথ, সাদিয়া ইসলাম মিম, মো: নাসিফ. ইসরাক খান, মো: সাইফ উদ্দিন ।

IMG_0203

অনুষ্টানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সাংবাদিক ও সর্বস্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্টান রূপ নেয় বাংলাদেশীদের  মিলন মেলায় ।
IMG_0185IMG_0186
 IMG_0196IMG_0199
IMG_0188IMG_0205