আপডেট

x


দৃষ্টিনন্দন সিলেট ও দেশদিগন্তের ঈদ আনন্দ উৎসব

শনিবার, ১৫ জুলাই ২০১৭ | ১:৩১ অপরাহ্ণ | 1252 বার

দৃষ্টিনন্দন সিলেট ও দেশদিগন্তের ঈদ আনন্দ উৎসব

কুয়েত থেকে প্রকাশিত ট্যাবলয়েড পত্রিকা দৃষ্টিনন্দন সিলেট এবং জাতীয় অনলাইন পোর্টাল দেশদিগন্ত গত ১৩ জুলাই খাইতানস্থ রাজধানী প্যালেস হোটেলের হলরুমে বর্ণাঢ্য আয়োজনে বিশাল পরিসরে ঈদ আনন্দ উৎসব ও সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে। সম্পাদক ও প্রকাশক শেখ মিজানুর রহমান টিপু‘র প্রানবন্ত উপস্থাপনায় অনুষ্টানে সভাপতিত্ব করেন, সিলেটের কৃতিসন্তান কুয়েত’র বিশিষ্ট ব্যাবসায়ী জালালাবাদ সমাজ কল্যান সমিতি’র সভাপতি  আলহাজ্ব জুবায়ের আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের কৃতি সন্তান কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব জহিরুল ইসলাম খাঁন।

IMG_0181



বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব জালালাবাদ সমাজ কল্যান সমিতি’র সাধারন সম্পাদক আবুল হাসেম এনাম, রাজনৈতিক ব্যাক্তিত্ব আলহাজ্ব মাহমুদ আলী, বিশিষ্ট্য ব্যাবসায়ীলআবুল হোসেন চৌধুরী ফারুক, সিলেট বিভাগীয় সাংস্কৃতিক গোষ্টী’র সভাপতি ইজাজুর রহমান জুনেল, জালালাবাদ এসোসিয়েশন স্পোটিং ক্লাবের সভাপতি শওকত আলী ।

অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল সভাপতি লুৎফর রহমান (মোখাইল আলী ), বাংলাভিশন  কুয়েত প্রতিনিধি কামরুল হাসান বাবলু, আর টিভি কুয়েত প্রতিনিধি জালাল আহমেদ, বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব কুয়েত’র সভাপতি আক্তারুজ্জামান, বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব ফয়েজ কামাল, স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনে কর্মরত ডা: বুশরা হাবিব. ও নাসরিন আক্তার মৌসুমী প্রমূখ  । বক্তারা সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন এর ভূয়শী প্রশংসা করে বর্তমান অবস্থার প্রেক্ষাপট নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী সবাইকে এক সাথে কাজ করার আহবান জানান।

IMG_0202

সংঙ্গীত সন্ধ্যায় নাচ ও গানে মাতান যারা- সিলেট বেতারের প্রাক্তন শিল্পী ফারুক আহমেদ, এটি এন বাংলা তে রিয়েলিটি শো ২০১৪ সত্যের যয়ো গানে চ্যাম্পিয়ন আশরাফুল আলম, ও চ্যানেল আই তে অংশগ্রহনকারী নুরুল হুদা (ফাতেমা). কুয়েতে জনপ্রিয় শিল্পী রুনা আক্তার কেয়া, বিশিষ্ট শিল্পী আবু তাহের এবং নৃত্য ছিলেন কৌশেব নাথ, সাদিয়া ইসলাম মিম, মো: নাসিফ. ইসরাক খান, মো: সাইফ উদ্দিন ।

IMG_0203

অনুষ্টানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সাংবাদিক ও সর্বস্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্টান রূপ নেয় বাংলাদেশীদের  মিলন মেলায় ।
IMG_0185IMG_0186
 IMG_0196IMG_0199
IMG_0188IMG_0205

মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com