দৃষ্টিনন্দন সিলেট ও দেশদিগন্তের ঈদ আনন্দ উৎসব
- আপডেটের সময় : ০১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭
- / ১৫২৩ টাইম ভিউ
কুয়েত থেকে প্রকাশিত ট্যাবলয়েড পত্রিকা দৃষ্টিনন্দন সিলেট এবং জাতীয় অনলাইন পোর্টাল দেশদিগন্ত গত ১৩ জুলাই খাইতানস্থ রাজধানী প্যালেস হোটেলের হলরুমে বর্ণাঢ্য আয়োজনে বিশাল পরিসরে ঈদ আনন্দ উৎসব ও সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে। সম্পাদক ও প্রকাশক শেখ মিজানুর রহমান টিপু‘র প্রানবন্ত উপস্থাপনায় অনুষ্টানে সভাপতিত্ব করেন, সিলেটের কৃতিসন্তান কুয়েত’র বিশিষ্ট ব্যাবসায়ী জালালাবাদ সমাজ কল্যান সমিতি’র সভাপতি আলহাজ্ব জুবায়ের আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের কৃতি সন্তান কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব জহিরুল ইসলাম খাঁন।
অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল সভাপতি লুৎফর রহমান (মোখাইল আলী ), বাংলাভিশন কুয়েত প্রতিনিধি কামরুল হাসান বাবলু, আর টিভি কুয়েত প্রতিনিধি জালাল আহমেদ, বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব কুয়েত’র সভাপতি আক্তারুজ্জামান, বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব ফয়েজ কামাল, স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনে কর্মরত ডা: বুশরা হাবিব. ও নাসরিন আক্তার মৌসুমী প্রমূখ । বক্তারা সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন এর ভূয়শী প্রশংসা করে বর্তমান অবস্থার প্রেক্ষাপট নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী সবাইকে এক সাথে কাজ করার আহবান জানান।
সংঙ্গীত সন্ধ্যায় নাচ ও গানে মাতান যারা- সিলেট বেতারের প্রাক্তন শিল্পী ফারুক আহমেদ, এটি এন বাংলা তে রিয়েলিটি শো ২০১৪ সত্যের যয়ো গানে চ্যাম্পিয়ন আশরাফুল আলম, ও চ্যানেল আই তে অংশগ্রহনকারী নুরুল হুদা (ফাতেমা). কুয়েতে জনপ্রিয় শিল্পী রুনা আক্তার কেয়া, বিশিষ্ট শিল্পী আবু তাহের এবং নৃত্য ছিলেন কৌশেব নাথ, সাদিয়া ইসলাম মিম, মো: নাসিফ. ইসরাক খান, মো: সাইফ উদ্দিন ।