দুরত্ব বজায় না রেখে, দক্ষিণ সুরমায় আইসোলেশন সেন্টার উদ্বোধন
- আপডেটের সময় : ০৫:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০
- / ২৮২ টাইম ভিউ
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মানুষকে বাঁচাতে তৎপর আছে। সরকার দেশের মানুষের স্বাস্থ্য সেবায় সর্বদা নিয়োজিত রয়েছে। মানুষ যাতে কষ্ট না পায় তাঁর ব্যবস্থা সরকার করছে। তিনি বলেন, ভয়াবহ করোনা ভাইরাস থেকে মানুষ অবশ্যই মুক্তি পাবে। দেশের সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।
তিনি শনিবার সকাল ১১টায় কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট-এর সহযোগিতায় দক্ষিণ সুরমাস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ৩১ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো: মঈনুল আহসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য’র পরিচালক ডা. সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবুল কালাম আজাদ, কিডনী ফাউন্ডেশন সিলেট-এর পরিচালক ও ট্রেজারার জুবায়ের আহমদ চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর ডা: কাজী মুশফিক আহমদ, পরিচালক ও কো-অর্ডিনেটর মিসেস ফরিদা নাসরীন, নির্বাহী সদস্য ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, মিসেস নাজরা চৌধুরী, মোগলা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ ছাহাবুল ইসলাম, দক্ষিন সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. শামীম আহমেদ, ডা. রুবাইয়া আহমেদ, উবায়েদ বিন বাসিত সুমন ও কিডনি ফাউন্ডেশন সিলেট-এর প্রশাসনিক কর্মকর্তা মো: মহিবুর রহমান রাসেল প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো: আতিকুর রহমান।
বর্তমান করোনাভাইরাসের দুর্যোগময় সময়ে সিলেটের খাদিমনগরে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন উপকরণ ও জনবল দিয়ে ৩১ শয্যা বিশিষ্ট করোনা আইসোলেসন সেন্টারে দেশ বিদেশের মানুষের সহায়তায় সহযোগিতা করেছে কিডনি ফাউন্ডেশন সিলেট। তারই ধারাবাহিকতায় শনিবার দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ৩১ শয্যা বিশিষ্ঠ করোনা আইসোলেসন সেন্টার চালু করা হয়।
উল্লেখ্য, ১৬ জন জনবল (৮ জন নার্স, ৪ জন ওয়ার্ডবয়, ৪ জন ক্লিনার), অক্সিজেন কনসেনটেটর, অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, নেবুলাইজার, ডিজিটাল বিপি মিশিন, ইনফ্রারেড থার্মোমিটার, ভিবি স্টেবিলাইজারসহ যাবতীয় চিকিৎসা সামগ্রী, ফ্রিজ, মোবাইল, ওয়াটার ট্রিট ডেসপেনসার ও স্টাফদের বাসস্থানের আসবাবপত্র, ও খাবার প্রদান করবে কিডনী ফাউন্ডেশন সিলেট।
উল্লেখ্য দুরত্ব বজায় না রেখেই উদ্ভোধন করেন, সোস্যাল মিডিয়াতে এ নিয়ে সমালোচনা হচ্ছে ।