আপডেট

x


দুই মামলায় খালেদা জিয়ার জামিন

বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭ | ২:০৯ অপরাহ্ণ | 1087 বার

দুই মামলায় খালেদা জিয়ার জামিন

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আখতারুজ্জামানের আদালত খালেদা জিয়ার আবেদনের প্রেক্ষিতে এই জামিন মঞ্জুর করেন। তবে আগামীতে বিদেশ যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে বলে আদালত জানান।

তবে মামলার অন্য আসামীদের জামিন নামঞ্জুর করেছেন আদালত।



এর আগে সকাল সাড়ে ১০টার দিকে গুলশানের বাসা থেকে তিনি আদালতের পথে রওনা হন। জামিন চাইতে বৃহস্পতিবার সকাল ১১টা ১৭ মিনিটে বকশিবাজারে বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে হাজির হন খালেদা জিয়া। এরপর শুনানির পর আদালত জামিন মঞ্জুর করেন।

একই আদালতে আজ জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলারও তারিখ রয়েছে।

চোখ ও হাঁটুর চিকিৎসার কথা জানিয়ে গত ১৫ জুলাই লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া।

খালেদার বিদেশে অবস্থানের মধ্যেই নাশকতা ও মানহানির তিন মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

তার আগে কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বছর আগে বাসে পেট্রোল বোমা মেরে আটজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় গত ৯ অগাস্ট খালেদা জিয়াসহ ‘পলাতক’ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালত।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com