আপডেট

x


দীর্ঘদিন পর খালেদার দেখা পাচ্ছেন পুত্রবধূ সিথি

রবিবার, ০৫ জানুয়ারি ২০২০ | ২:১৮ অপরাহ্ণ | 351 বার

দীর্ঘদিন পর খালেদার দেখা পাচ্ছেন পুত্রবধূ সিথি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার সাথে তার স্বজনরা সাক্ষাৎ করবেন।

রোববার (৫ জানুয়ারি) বিকেলে তারা সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।



দিদার বলেন, গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তার স্বজনরা আজ বিকেল ৩টায় সাক্ষাতের অনুমতি পেয়েছেন। সর্বশেষ গত ১৬ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার সাথে তার স্বজনরা সাক্ষাৎ করেন।

এদিকে হঠাৎ করে খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি লন্ডন থেকে ঢাকা এসেছেন। গত ২৫ ডিসেম্বর দিনগত রাত ১২টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় যান। সেখানেই তিনি অবস্থান করছেন। জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ ও তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতেই তার ঢাকায় আগমন। জিয়ার পরিবারের পুত্রবধূ শর্মিলা রহমান সিথি ঢাকা থাকলেও রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে তিনি অংশ নেননি।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com