আপডেট

x


দীর্ঘদিনের দাবি আদায় হলো, সিসিক’র আওতায় শাবি

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০ | ১১:৩০ পূর্বাহ্ণ | 574 বার

দীর্ঘদিনের দাবি আদায় হলো, সিসিক’র আওতায় শাবি

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পরিধি নতুনভাবে সম্প্রসারণ হওয়ায় এর অন্তর্ভুক্ত হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। সিসিক সম্প্রসারণের জন্য এক গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট জেলা প্রশাসন। এতে শাবিপ্রবিও অন্তর্ভুক্ত হয়েছে।

অন্তর্ভুক্তির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের দাবি ছিল শাবিপ্রবিকে সিলেট সিটি করপোরেশন এলাকায় অন্তর্ভুক্ত করার। অবশেষে সিলেট জেলা প্রশাসন গণবিজ্ঞপ্তি জারি করেছে। এতে আমাদের বিশ্ববিদ্যালয়ও অন্তর্ভুক্ত হয়েছে। আশা করি এই অন্তর্ভুক্তির ফলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজ আরও ত্বরান্বিত হবে।’



এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘শিক্ষকদের দীর্ঘদিনের দাবি এবং আমাদের প্রচেষ্টার ফলে শাবিপ্রবি সিসিক’র অন্তর্ভুক্ত হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। আশা করি সামনে এটি আমাদের জন্য সুদিন বয়ে আনবে। এ অন্তর্ভুক্তির সুফল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলে ভোগ করবে।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের রাস্তাঘাট মেরামত, লাইটিংসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করি। অনেক উন্নয়নমূলক কাজ আছে যেগুলো বিশ্ববিদ্যালয়ের বাজেট দিয়ে করা সম্ভব হয়ে ওঠে না। তবে সিসিক’র বাজেট অনেক বড়। তা থেকে যদি আমরা কিছু অংশ পাই তাহলে আমাদের উন্নয়ন কাজগুলো আরও সুন্দর ও টেকসইভাবে করা সম্ভব হবে। এতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজগুলোকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়া যাবে।’

দীর্ঘদিনের এ দাবি পূরণ করতে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকে বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। এ নিয়ে সিলেট সিটি করপোরেশনের সঙ্গেও বেশ কয়েকবার আলোচনা করেছিলেন তিনি। অবশেষে সিলেট-১ আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন নগরের আয়তন বাড়ানোর প্রস্তাবে একাত্মতা পোষণ করে এর করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন। সবমিলিয়ে দীর্ঘদিন পর শাবিপ্রবি সিসিক’র অন্তর্ভুক্তির বিষয়টি আলোর মুখ দেখছে।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com