ঢাকা , শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
পর্তুগালে মানবিক সেচ্ছাসেবী সংগঠন “সদিচ্ছা ফাউন্ডেশন” এর লোগো সম্বলিত টি শার্ট উন্মোচন যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে দূতাবাস রোম পর্তুগাল জাসাসের আলিসবনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের আয়োজনে মহান বিজয় দিবস পালিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা করেছে সম্মিলিত নাগরিক কমিটি ভেনিস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনফালকনে গরিঝিয়া শাখা ইতালির আয়োজনে বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রোমে সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল গঠন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রবাসীদের নিয়ে পঞ্চগ্রাম প্রবাসী উন্নয়ন ফোরামের ৭৭ বিশিষ্ট কমিটি গঠন সুয়েব এবং রুবিয়াত আফরিনা ১৮তম বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন অ্যামাজন জঙ্গলে

দারুল কিরাত মজিদিয়া ফুলতলায় ট্রাস্টের পুরস্কার বিতরনী সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেটের সময় : ১২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯
  • / ৪৬৪ টাইম ভিউ

নিজস্ব প্রতিনিধি : দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট মসজিদ আল-ফেরদৌস ও শাহজালাল-লতিফিয়া মাদরসা নিউজার্সি সেন্টারের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন । স্কুল বন্ধকালীন সময়ে যুক্তরাষ্ট্রের নিউজার্সি ষ্টেটের প্যাটারসন শহরে ১৯তম বারের মত সম্পন্ন হল দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট মসজিদ আল-ফেরদৌস ও শাহজালাল-লতিফিয়া মাদরাসা সেন্টারের সামার ক্লাসের কার্যক্রম, ৬ সাপ্তাহ ব্যাপী সামার ক্লাস শেষে গত ১৮ই আগষ্ট শনিবার প্যাটারসনের ইউনিয়ন এভিনিস্থ মসজিদ আল-ফেরদৌসে অনুষ্টিত হল সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্টান, এতে সভাপতিত্ব করেন দারুল কিরাতের নাজিম ও শাহজালাল-লতিফিয়া ইসলামিক সেন্টারের সভাপতি সৈয়দ জুবায়ের আলী, অনুষ্টান পরিচালনা করেন সেন্টারের শিক্ষক ক্বারী মাওলানা বুরহান উদ্দিন, মঞ্চে উপবিষ্ট ছিলেন প্যাটারসন সিটির কাউন্সিলম্যান শাহীন খালিক, শাহজালাল-লতিফিয়া মাদরাসার প্রিন্সিপাল ও সেন্টারের শিক্ষক আল্লামা আব্দুন নুর, দারুল কিরাতের প্রধান ক্বারী ও মসজিদ আল-ফেরদৌসের খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ মঞ্জলালী, সেন্টারের শিক্ষক ক্বারী মাওলানা মনিরুল ইসলাম, ক্বারী মাওলানা ফয়সাল আহমদ, ক্বারী হাফেজ আলা উদ্দিন, ক্বারী মাহতাব আহমদ, ক্বারী মাওলানা ইমরান আহমদ, ক্বারী আব্দুর রউপ, ক্বারী আব্দুল আজিজ, ক্বারী আমিন রউপ, ক্বারী সৈয়দ ইয়ামিন আলী, ক্বারী বখতিয়ার হোসেন তামিম, এবারের এ সেন্টারে ১৫জন ক্বারী সাহেবের তত্বাব্ধানে প্রায় দের শতাধিক ছাত্র-ছাত্রী পড়া শুনা করেন। ক্লাস ছিল সর্বমোট ১২টি, ছুরা জামাত ছেলে ও মেয়ে, কায়দা জামাত ছেলে ও মেয়ে, সিপারা জামাত ছেলে ও মেয়ে, জমাতে আউয়াল, জমাতে ছানী, জমাতে ছালিছ, জমাতে রাবে, জমাতে খামিছ, জমাতে সাদিছ, প্রতিটি ক্লাসের পরিক্ষায় ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীদেরে পুরস্কার প্রদান করা হয়, তাছাড়া কিরাত, গজল, ও বক্তব্য প্রতিযোগিতায় ১ম,২য়, ৩য় স্থান অধিকারীদেরে পুরস্কার দেয়া হয়, সর্বমোট ৯০ জন ছাত্র-ছাত্রীদের পুরস্কার দেয়া হয়েছে, অনুষ্টানে ক্লাসে্র পরীক্ষায় উত্তীর্ণদের হাতে সারটিফিকেট তুলেদেন সেন্টারের প্রধান ক্বারী হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ মঞ্জলালী, ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রিন্সিপাল আল্লামা আব্দুন নুন। কান্সিলম্যান শাহীন খালিক, সেন্টারের শিক্ষক বৃন্দ ও অভিভাবক মন্ডলী, অভিভাবকদের মধ্যে ছিলেন, আনছার আহমদ, সৈয়দ খালিদ আলী, আনোয়ার চৌধুরী পারেক, হাফেজ সৈয়দ খুবায়েব আলী, উমর কুরুরী, হোসেন আহমদ, রাজন আহমদ খছরু প্রমুখ,

উল্লেখ্য পাক-ভারত উপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামেল আল্লামা ফুলতলী সাহেব ক্বিবলাহ (রহঃ) করতৃক প্রতিষ্টিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের এ সেন্টার প্যাটারসন মসজিদ আল-ফেরদৌেসে পরিচালিত হয়ে আসছে ২০০১ সাল থেকে, এবারে ১৯তম বারের মত সমাপনী হল, মিলাদ মাহফিল ও দোয়া শেষে ছিল BBQ পার্টি, ছাত্র-ছাত্রীদের সাথে অভিভাবকরাও তা উপভোগ করেন, বি বি কিউ পার্টি মসজিদ কমিটির সাধারন সম্পাদক আজিজুর রহমান রানার সৌজন্যে পরিবেশিত হয় ।

পোস্ট শেয়ার করুন

দারুল কিরাত মজিদিয়া ফুলতলায় ট্রাস্টের পুরস্কার বিতরনী সম্পন্ন

আপডেটের সময় : ১২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯

নিজস্ব প্রতিনিধি : দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট মসজিদ আল-ফেরদৌস ও শাহজালাল-লতিফিয়া মাদরসা নিউজার্সি সেন্টারের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন । স্কুল বন্ধকালীন সময়ে যুক্তরাষ্ট্রের নিউজার্সি ষ্টেটের প্যাটারসন শহরে ১৯তম বারের মত সম্পন্ন হল দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট মসজিদ আল-ফেরদৌস ও শাহজালাল-লতিফিয়া মাদরাসা সেন্টারের সামার ক্লাসের কার্যক্রম, ৬ সাপ্তাহ ব্যাপী সামার ক্লাস শেষে গত ১৮ই আগষ্ট শনিবার প্যাটারসনের ইউনিয়ন এভিনিস্থ মসজিদ আল-ফেরদৌসে অনুষ্টিত হল সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্টান, এতে সভাপতিত্ব করেন দারুল কিরাতের নাজিম ও শাহজালাল-লতিফিয়া ইসলামিক সেন্টারের সভাপতি সৈয়দ জুবায়ের আলী, অনুষ্টান পরিচালনা করেন সেন্টারের শিক্ষক ক্বারী মাওলানা বুরহান উদ্দিন, মঞ্চে উপবিষ্ট ছিলেন প্যাটারসন সিটির কাউন্সিলম্যান শাহীন খালিক, শাহজালাল-লতিফিয়া মাদরাসার প্রিন্সিপাল ও সেন্টারের শিক্ষক আল্লামা আব্দুন নুর, দারুল কিরাতের প্রধান ক্বারী ও মসজিদ আল-ফেরদৌসের খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ মঞ্জলালী, সেন্টারের শিক্ষক ক্বারী মাওলানা মনিরুল ইসলাম, ক্বারী মাওলানা ফয়সাল আহমদ, ক্বারী হাফেজ আলা উদ্দিন, ক্বারী মাহতাব আহমদ, ক্বারী মাওলানা ইমরান আহমদ, ক্বারী আব্দুর রউপ, ক্বারী আব্দুল আজিজ, ক্বারী আমিন রউপ, ক্বারী সৈয়দ ইয়ামিন আলী, ক্বারী বখতিয়ার হোসেন তামিম, এবারের এ সেন্টারে ১৫জন ক্বারী সাহেবের তত্বাব্ধানে প্রায় দের শতাধিক ছাত্র-ছাত্রী পড়া শুনা করেন। ক্লাস ছিল সর্বমোট ১২টি, ছুরা জামাত ছেলে ও মেয়ে, কায়দা জামাত ছেলে ও মেয়ে, সিপারা জামাত ছেলে ও মেয়ে, জমাতে আউয়াল, জমাতে ছানী, জমাতে ছালিছ, জমাতে রাবে, জমাতে খামিছ, জমাতে সাদিছ, প্রতিটি ক্লাসের পরিক্ষায় ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীদেরে পুরস্কার প্রদান করা হয়, তাছাড়া কিরাত, গজল, ও বক্তব্য প্রতিযোগিতায় ১ম,২য়, ৩য় স্থান অধিকারীদেরে পুরস্কার দেয়া হয়, সর্বমোট ৯০ জন ছাত্র-ছাত্রীদের পুরস্কার দেয়া হয়েছে, অনুষ্টানে ক্লাসে্র পরীক্ষায় উত্তীর্ণদের হাতে সারটিফিকেট তুলেদেন সেন্টারের প্রধান ক্বারী হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ মঞ্জলালী, ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রিন্সিপাল আল্লামা আব্দুন নুন। কান্সিলম্যান শাহীন খালিক, সেন্টারের শিক্ষক বৃন্দ ও অভিভাবক মন্ডলী, অভিভাবকদের মধ্যে ছিলেন, আনছার আহমদ, সৈয়দ খালিদ আলী, আনোয়ার চৌধুরী পারেক, হাফেজ সৈয়দ খুবায়েব আলী, উমর কুরুরী, হোসেন আহমদ, রাজন আহমদ খছরু প্রমুখ,

উল্লেখ্য পাক-ভারত উপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামেল আল্লামা ফুলতলী সাহেব ক্বিবলাহ (রহঃ) করতৃক প্রতিষ্টিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের এ সেন্টার প্যাটারসন মসজিদ আল-ফেরদৌেসে পরিচালিত হয়ে আসছে ২০০১ সাল থেকে, এবারে ১৯তম বারের মত সমাপনী হল, মিলাদ মাহফিল ও দোয়া শেষে ছিল BBQ পার্টি, ছাত্র-ছাত্রীদের সাথে অভিভাবকরাও তা উপভোগ করেন, বি বি কিউ পার্টি মসজিদ কমিটির সাধারন সম্পাদক আজিজুর রহমান রানার সৌজন্যে পরিবেশিত হয় ।