দানবীর এমাদুল চৌঃ তারহাম কে উপজেলার বিভিন্ন সংগঠন থেকে সংবর্ধনা দেওয়া হয়
- আপডেটের সময় : ০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ৩৭১ টাইম ভিউ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উজেলার বিভিন্ন সংগঠন দ্বারা সংবর্ধিত হলেন বাংলাদেশ হাওয়াইন গীটার শিল্পী পরিষদের অন্যতম সদস্য, কুলাউড়ায় ৮০/৯০ দশকের অলরাউন্ডার হিসেবে উপজেলার সর্বত্র পরিচিত। ক্রীড়াঙ্গনের -ফুটবল, ক্রিক্রেট ও ব্যাডমিন্টন খেলেছেন সিলেটে বিভাগের বাহিরেও। সাংস্কৃতিক অঙ্গনে ছিলেন হাওয়াইন গিঠারের শিল্পী এবং সমাজ সেবায় লিখে শেষ করার মতো নয়।
আর বন্ধুত্বের ক্ষেত্রে উদারনীতির মডেল বলে থাকেন তার সাথিরা।
তিনি হলেন ক্রীড়া- সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় মানুষ সাবেক তারকা খেলোয়াড়, জুবেদ চৌধুরী ক্রীড়া ও ফুটবল একাডেমির পরিচালক, কুলাউড়ার প্রাচীনতম স্বনামধন্য সংগঠন জাতীয় তরুন সংঘের সাবেক সাধারণ সম্পাদক এবং সামাজিক সংগঠন “ইউনাইটেড হাজিপুর” এর প্রধান উপদেষ্টা এমাদুল মান্নান চৌধুরী তারহাম।
বিভিন্ন সংগঠনের ব্যানারে এ স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে মহামারি করোনা ভাইরাস দুর্যোগের প্রথম থেকে শুরু করে প্রত্যক ধাপে ধাপেও রোগীদেরকে বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে গেছেন। অক্সিজেন সেবা ছাড়াও বিগত বছরগুলোতে “শীতবস্ত্র বিতরণের পাশাপাশি” দরিদ্র,মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষা সামগ্রী বিতরণ, অসহায়,সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ,শারীরিকভাবে অক্ষম মানুষদের মাঝে হুইল চেয়ার বিতরণ, চিকিৎসা নিতে অক্ষম মানুষদের জন্য চিকিৎসা সহায়তা কার্যক্রম, প্রতিটি ঈদে সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার নিমিত্তে ঈদ সামগ্রী বিতরণ,পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের পাশাপাশি পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, বিভিন্ন মাদরাসায় এতিম শিশুদেরকে ইফতার বিতরন।
গৃহহীনদের গৃহ নার্মাণ করে দিয়েছেন উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই এমাদুল মান্নান চৌধুরী তাহরাম ।
হারিয়ে যাওয়া ফটবল অঙ্গনকে জাগ্রত করতে উপজেলা সদরে প্রতিষ্ঠা করেছেন ক্রীড়া ও ফুটবল একাডেমি।
স্বেচ্ছায় বিভিন্ন সেবা মুলক কর্মকান্ডের জন্য কুলাউড়া উপজেলার বিভিন্ন সংগঠন থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ইমাদুল মান্নান চৌধুরী তারহাম কে ।
সম্মাননা ক্রেস্ট গ্রহনকালে তারহাম বলেন বিভিন্ন সামাজিক সংগঠন ও অরগানাইজেশানের সাথে কাজ করে যাচ্ছি, তরুন ও যুবকদের সহ বিভিন্ন সমাজ কর্মিদের উৎসাহ অনুপ্রেরণা যোগান দিতে যখন যা প্রয়োজন তাই করে যাচ্ছি । যাতে আগামী প্রজন্ম সামাজিক সমাজ সেবামূলক কাজে আগ্রহী হয়।
আজকে সামাজিক সংগঠনদের পক্ষ থেকে আমাকে যে সম্মাননা দেয়া হয়েছে তাতে আমি আবেগাপ্লুত । আমাদের সময়ে অনেক খোঁজেও পাওয়া যেতো না সহযোগিতার জন্য লোক, এখন তো সামাজিক কার্যক্রমে অনেক যুবকেরা এগিয়ে আসছে, এতে স্বেচ্ছায় কাজের প্রতি এবং মানব সেবা করার জন্য আমার উৎসাহ আরো অনেকটা বেড়ে গেছে। আগামীতেও আমি এবং আমাদের সংগঠন থেকে অতীতের মতো বিভিন্ন সেবামূলক কাজ করে যেতে চাই । সেজন্য সকলের উৎসাহ, আন্তরিকতা, দোয়া ও সহযোগিতা কামনা করছি।