আপডেট

x


দশ হাজার বন্ধুদের বহর নিয়ে ক্লাব ৯২৯৪ যাত্রা করছে

রবিবার, ২৪ নভেম্বর ২০১৯ | ১:৫৯ অপরাহ্ণ | 546 বার

দশ হাজার বন্ধুদের বহর নিয়ে ক্লাব ৯২৯৪ যাত্রা করছে

দেশদিগন্ত ডেস্ক: বাংলাদেশে এই প্রথম এধরনের কোনো ক্লাব হলো ,সারা বাংলাদেশে বিভিন্ন উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পরীক্ষার্থী ৯২ এবং সারা বাংলাদেশের কলেজ থেকে এইচ এস সি ৯৪ ব্যাচের নামে প্রতিষ্টিত হয় ক্লাব ৯২৯৪ ।

আজকে ছোট পরিসরে গুলশানের ২ নম্বরে হয়ে গেলো এক বণাঢ্য আড্ডা, চলনা মেতে থাকি আনন্দ উল্লাসে আত্মার আত্মীয়র সাথে বন্ধুত্বের বন্ধনে এমন মনোভাব নিয়ে শুরু করেছিলো এই ক্লাব, আর কিছুদিনের মধ্যে বাংলাদেশের প্রত্যান্ত অন্চল থেকে সারা দিয়ে হয়ে দশহাজার পরিপূর্ণ হয়ে যায় ।
বিভিন্ন অংঙ্গনের বিভিন্ন মতাদর্শের হলেও ক্লাব ৯২৯৪ এসে সবাই এক অভিন্ন ।



সেই তারুণ্যর তরুনতা নিয়ে ২৪/৭ মানে চব্বিশ ঘন্টাই থাকে আড্ডায়, কেউ কবিতা লিখছে কেউ বা গল্প আবার পুরোনো স্হৃতিকে স্বরনে এনে কিছুটা আবেগী হচ্চে, চলছে শৈশবের রাগ – অভিমানী খোঁচা মেরে লেখা লেখি , অনেক দিন পর পুরোনো বন্ধুদের পেয়ে দিশেহারা হয়েগিয়েছে অনেকেই, ওরা যেনো ভূলেই গিয়েছে বয়স সবারই চল্লিশর্ধো হয়েছে ।

এখানে অনেকে অনেক কে আগে থেকে না চিনলেও কিছুদিনেই ওরা হয়ে গিয়েছে ঐক্যবদ্ধ একটি বিশাল পরিবার, সবাই আপজন।
ক্লাব ৯২৯৪ এযেনো বাংলাদেশে উদাহরন হয়ে থাকবে যোগ যোগান্তরে

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com