মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মো. রবিউল ইসলাম কামিল (১২) মাত্র ১০ মাসে কুরআনে হাফেজ হলো।সে উপজেলাধীর ভাটেরা ইউনিয়নের গাজীর মোকাম সিদ্দিকীয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। উক্ত মাদ্রাসায় হিফ্জ শাখায় মাত্র দশ মাসেই এ কৃতিত্ব অর্জন করে। তার এ সাফল্যে মা-বাবা ও মাদ্রাসার শিক্ষক মন্ডলী অনেক খুশি।
তারা জানান এতো অল্প বয়সে আর অল্প সময়ে কুরআন শরীফ হিফজ্ করার নজির অত্র মাদ্রাসায় প্রথম এবং উপজেলায়ও প্রথম। কামিল ভাটেরা ইউনিয়নের কলিমাবাদ গ্রামের মোঃ কবির মিয়ার ছেলে ও ভাটেরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলামের আপন ছোট ভাই। কামিলের স্বপ্ন সে পড়ালেখা করে একজন মাওলানা হবে। তার মা, বাবা দেশ বাসীর কাছে তার জন্য দোয়া ছেয়েছেন, সে যেনো তার এই সাফল্য ধরে রেখে ভবিষ্যতে একজন বড় মাওলানা হতে পারে।#
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com