ঢাকা , মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতেবিভিন্ন চক্রান্তে লিপ্ত আ’লীগ গ্রিন সিলেট ট্রাভেলসের আয়োজনে বাংলাদেশে পর্তুগাল দূতাবাস/কনসুলেট চেয়ে খোলা চিঠি স্বৈরাচার সরকার পতনের পর যুক্তরাজ্যে ফিরছেন সিলেট আওয়ামী লীগ নেতারা বিএনপি পর্তুগাল শাখার উদ্যোগে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত! বন্যার্ত মানুষের ত্রান তহবিলের জন্যে ৬ লাখ পঞ্চাশ হাজার টাকা ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেজা শাখার কর্মি সম্মেলন অনুষ্ঠিত বিমানের নতুন চেয়ারম্যান কুলাউড়ার আব্দুল মুয়ীদ চৌধুরী খালেদা জিয়ার সুস্থতা ও ২৪ কোটা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল পর্তুগালে রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটির আত্মপ্রকাশ পর্তুগাল বিএনপি’র আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে দোয়া ও মাহফিল সম্পন্ন বিমূর্ত সব মুর্হুতরা, আমার মা’য়ের সাথের শেষ শনিবার – শাহারুল কিবরিয়া

দর্শক হয়ে অ্যাথলেটিকস উপভোগের অপেক্ষায় বোল্ট

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : ০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০১৭
  • / ১৪৫৭ টাইম ভিউ

আগামী আগস্টে অ্যাথলেটিকস ট্র্যাক থেকে অবসরে যাবেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। তবে এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই তার। বরং অবসরটাকে উপভোগ করতে চান এ স্প্রিন্ট কিংবদন্তী। তিনি বলেন, আক্ষেপতো নয়ই বরং আসন্ন ২০২০ টোকিও অলিম্পিকটি দর্শক হিসেবে উপভোগ করতে চান।
বার্তা সংস্থা এএফপিকে এই দ্রুততম মানব বলেন, ‘আমার কাছে এটি (অবসর) হচ্ছে একটি উপভোগ্য বিষয়। দর্শক সারিতে বসে অলিম্পিকের অ্যাথলেটিকস উপভোগ করতে পারার মধ্যে দারুণ তৃপ্তি রয়েছে। সেখানে বসে প্রতিযোগিতা উপভোগ এবং অতীত স্মৃতি রোমন্থন করার মজাই অন্য রকম। আমি দর্শক হয়ে অ্যাথলেটিকস উপভোগ করার অপেক্ষায় রয়েছি।’
১০০ ও ২০০ মিটারের বর্তমান বিশ্ব ও অলিম্পিক চ্যাম্পিয়ন বোল্ট জ্যামাইকার মাটিতে শেষবারের মত ট্র্যাকে নামবেন আগামীকাল শনিবার। কিংস্টনের জাতীয় স্টেডিয়ামে বার্ষিক গ্র্যান্ড প্রিঙ্ে অংশগ্রহনই হবে তার নিজ দেশে অ্যাথলেটিঙ্ প্রতিযোগিতায় সর্বশেষ অংশগ্রহণ।
অবসর গ্রহণের আগে বোল্টের সামনে আর মাত্র চারটি টুর্নামেন্ট রয়েছে। সেগুলো হচ্ছে কিংস্টন মিট, ২৮ জুন অস্ট্রাভা মিট, ২১ জুলাই মোনাকো এবং ৪-১৩ আগস্ট লন্ডনের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ। গত আগস্টে ১০০ ও ২০০ মিটারে তৃতীয় বারের মত স্বর্ণ পদক জয়ের মাধ্যমেই অলিম্পিক থেকে অবসর নিয়েছেন বোল্ট।
বোল্ট বলেন, ‘আমার যে অনুভূতিটি হচ্ছে সেটি হল জনতার উচ্ছ্বাস থেকে বঞ্চিত হওয়া। দর্শকদের উপস্থিতিতে সর্বশক্তি দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করাটাকে আমি উপভোগ করি। আর অবসরের পর সেটি থেকেই আমি বঞ্চিত হব।’
অলিম্পিক, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে প্রাধান্য বিস্তার করার আগে বোল্ট তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন জ্যামাইকার এই জাতীয় স্টেডিয়ামে। বিশ্বের স্প্রিন্ট রাজধানী হিসেবে বিবেচিত এই ভেন্যুতে ২০০২ সালে বিশ্ব জুনিয়র গেমসে মাত্র ১৫ বছর বয়সে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন তিনি।

পোস্ট শেয়ার করুন

দর্শক হয়ে অ্যাথলেটিকস উপভোগের অপেক্ষায় বোল্ট

আপডেটের সময় : ০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০১৭

আগামী আগস্টে অ্যাথলেটিকস ট্র্যাক থেকে অবসরে যাবেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। তবে এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই তার। বরং অবসরটাকে উপভোগ করতে চান এ স্প্রিন্ট কিংবদন্তী। তিনি বলেন, আক্ষেপতো নয়ই বরং আসন্ন ২০২০ টোকিও অলিম্পিকটি দর্শক হিসেবে উপভোগ করতে চান।
বার্তা সংস্থা এএফপিকে এই দ্রুততম মানব বলেন, ‘আমার কাছে এটি (অবসর) হচ্ছে একটি উপভোগ্য বিষয়। দর্শক সারিতে বসে অলিম্পিকের অ্যাথলেটিকস উপভোগ করতে পারার মধ্যে দারুণ তৃপ্তি রয়েছে। সেখানে বসে প্রতিযোগিতা উপভোগ এবং অতীত স্মৃতি রোমন্থন করার মজাই অন্য রকম। আমি দর্শক হয়ে অ্যাথলেটিকস উপভোগ করার অপেক্ষায় রয়েছি।’
১০০ ও ২০০ মিটারের বর্তমান বিশ্ব ও অলিম্পিক চ্যাম্পিয়ন বোল্ট জ্যামাইকার মাটিতে শেষবারের মত ট্র্যাকে নামবেন আগামীকাল শনিবার। কিংস্টনের জাতীয় স্টেডিয়ামে বার্ষিক গ্র্যান্ড প্রিঙ্ে অংশগ্রহনই হবে তার নিজ দেশে অ্যাথলেটিঙ্ প্রতিযোগিতায় সর্বশেষ অংশগ্রহণ।
অবসর গ্রহণের আগে বোল্টের সামনে আর মাত্র চারটি টুর্নামেন্ট রয়েছে। সেগুলো হচ্ছে কিংস্টন মিট, ২৮ জুন অস্ট্রাভা মিট, ২১ জুলাই মোনাকো এবং ৪-১৩ আগস্ট লন্ডনের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ। গত আগস্টে ১০০ ও ২০০ মিটারে তৃতীয় বারের মত স্বর্ণ পদক জয়ের মাধ্যমেই অলিম্পিক থেকে অবসর নিয়েছেন বোল্ট।
বোল্ট বলেন, ‘আমার যে অনুভূতিটি হচ্ছে সেটি হল জনতার উচ্ছ্বাস থেকে বঞ্চিত হওয়া। দর্শকদের উপস্থিতিতে সর্বশক্তি দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করাটাকে আমি উপভোগ করি। আর অবসরের পর সেটি থেকেই আমি বঞ্চিত হব।’
অলিম্পিক, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে প্রাধান্য বিস্তার করার আগে বোল্ট তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন জ্যামাইকার এই জাতীয় স্টেডিয়ামে। বিশ্বের স্প্রিন্ট রাজধানী হিসেবে বিবেচিত এই ভেন্যুতে ২০০২ সালে বিশ্ব জুনিয়র গেমসে মাত্র ১৫ বছর বয়সে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন তিনি।