ত্রান সামগ্রী বিতরন করলেন আওমীলীগ নেতা নারায়ন চন্দ্র দাস
- আপডেটের সময় : ০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
- / ৫৮৯ টাইম ভিউ
কানাইঘাট প্রতিনিধি :২৪ এপ্রিল শুক্রবার, সিলেট কানাইঘাট রাজাগন্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফালজুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও জনদরদী স্হানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি শ্রী নারায়ন চন্দ্র দাস তার
ব্যাক্তিগত উদ্যোগে ৯নং ওয়ার্ডের অসহায়,ক্ষুর্ধাত,কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেন। চাল,ডাল,পেয়াজ,আলু,তৈল, সহ অন্যান্য খাদ্য সামগ্রী তার নিজ ব্যাক্তিগত পক্ষ থেকে বাড়ী বাড়ী গিয়ে পৌছে দেন।
ত্রান সামগ্রী বিতরনে সার্বিক দায়িত্বে ছিলেন
মো: ফখরুল ইসলাম (ম্যানেজার) মাষ্টার শাহ ইসমাইল (প্রধান শিক্ষক)ও স্হানীয় আওয়ামীলীগ নেতা বাবু বিকাশ চন্দ্র দাস।
ত্রান সামগ্রী বিতরণকালে উপস্তিত বক্তরা তাদের বক্তব্যে বলেন, অসহায় মানুষের সাহায্যে বর্তমান সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে। বাংলাদেশের প্রত্যেক অসহায় পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার আহবানে তারই ধারাবাহিকতায় রাজাগন্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু নারায়ন চন্দ্র দাস তার নিজ ব্যাক্তিগত তহবিল থেকে অসহায়দের জন্য ত্রান সামগ্রী বিতরন করেন। ভবিষ্যতে ও এ ধারা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।