আপডেট

x


ত্বকের ঘরোয়া যত্ন

বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭ | ৫:৫৫ অপরাহ্ণ | 1209 বার

ত্বকের ঘরোয়া যত্ন

বসন্তের শুরুতেই বেশ গরম পড়েছে। নিয়মিত যত্ন নিলে গরমেও আমরা পেতে পারি কাঙ্ক্ষিত সৌন্দর্য, তরুণ্যভরা, ব্রণমুক্ত, উজ্জ্বল কোমল ত্বক।
এই গরমে কীভাবে ত্বকের যত্ন নেবেন, জেনে নিন ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক রূপ বিশেষজ্ঞ ফারনাজ আলমের কাছে।

ফারনাজ বলেন, গরমে কিন্তু আমাদের ত্বকের যত্ন নেয়া শীতের তুলনায় অনেক সহজ। কারণ এই সময়ে অনেক ধরনের ফল পাওয়া যায়, পানি খেতে ভালো লাগে, ত্বকের শুষ্কভাব অনেকটা কমে আসে। একটু যত্ন নিলেই আমরা এখন পেতে পারি স্বাস্থ্যজ্জ্বল সুন্দর ত্বক। বন্ধুরা আমাদের ঘরেই রয়েছে এমন অনেক উপকরণ যেগুলো দিয়েই আমরা সারতে পারি প্রতিদিনের রূপচর্চা।



যা করবেন:

গরমে ত্বকে ময়লা জমেই ব্রণ হয়, রোদে পুড়ে কালো ছোপ পড়ে আরও কতো সমস্যা! একটা শসা কুড়িয়ে, সেটা থেকে রসটা বের করে এক চামচ চিনি ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। ত্বকে মেখে দশ মিনিট রেখে ধুয়ে নিন। শসার রস ত্বককে হাইড্রেট করে, ফলে ত্বকের পোড়া ভাব দূর করে, ত্বক হয় মসৃণ ও উজ্জ্বল।

দু’চামচ মসুর ডাল সারারাত ভিজিয়ে রেখে পরদিন সকালে মসুর ডাল বেটে তার মধ্যে অল্প দুধ ও আমণ্ড তেল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিন। এই প্যাকটা মুখে মেখে দশ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিন।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com