আপডেট

x


তাড়াশে বিএনপির সভায় হামলা

বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮ | ৭:০৭ অপরাহ্ণ | 81 বার

তাড়াশে বিএনপির সভায় হামলা

দেশদিগন্ত নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের তাড়াশে বিএনপি’র নির্বাচনী প্রচারণা সভায় হামলা করেছে আওয়ামী লীগ। বুধবার বিকালে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে বিএনপির নির্বাচনী সভায় হামলা করে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়ীসহ ২টি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক স ম আফসার আলী জানান,পূর্ব নির্ধারিত স্থান কুসুম্বী স্কুল মাঠে প্রোগ্রাম করতে গেলে আওয়ামী লীগের পোষা কিছু সন্ত্রাসী বাধা দেয়, আমরা পরে বিনোদপুর বাজারে এসে প্রোগ্রাম শুরু না করতেই পুলিশ এসে তাড়াতাড়ি শেষ করতে বলে। এর কিছুক্ষণের মধ্যেই সন্ত্রাসীরা এসে আব্দুল মান্নান তালুকদারের গাড়ীসহ ২টি মাইক্রোবাস ভাংচুর করে। সরেজমিনে দেখা যায়, আব্দুল মান্নান তালুকদারের গাড়ীসহ ২টি মাইক্রোবাস ভাংচুর করার সময় পুলিশের কোন ভূমিকা লক্ষ্য করা যায় নি। এ ব্যাপারে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদার বলেন, পুলিশের সামনে আ’লীগের সন্ত্রাসী বাহিনী আমার গাড়ী ভেঙ্গেছে। এ বিষয়ে তাড়াশ থানা অফিসার ইনচার্জ বলেন, কোন কিছু বুঝে উঠার আগেই কিছু দূর্বৃত্তরা হামলা চালায়।



মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com