আপডেট

x


তামিম এখন তার মায়ের কাছে

বুধবার, ১৯ জুন ২০১৯ | ১১:২৬ অপরাহ্ণ | 585 বার

তামিম এখন তার মায়ের কাছে

ছয়ফুল আলম সাইফুলঃ :: মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত থেকে ভারতে পাচার হওয়া তামিম এখন তার মায়ের কাছে। কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সীমান্তবর্তী শিকড়িয়া গ্রামের তামিম (৯) নামের এই শিশুকে সোমবার (১৭ জুন) জোড়পূর্বক ভারতে পাচার করে দুষ্কৃতিকারী একটি চক্র। তামিম পাচার হওয়ার পরপরই পরিবারের সদস্যদের কাছে ভারত থেকে আব্দুল নামে এক ব্যক্তির পরিচয় দিয়ে ২ লক্ষ ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মোবাইল কল পাওয়ার পরপরই পরিবারের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় কুলাউড়া থানা পুলিশ ও বিজিবিকে বিষয়টি অবহিত করে। ওইদিনই বিজিবি ও পুলিশ এঘটনার বিষয়ে বিএসএফকে অবগত করে কয়েক দফা বৈঠক করে। একপর্যায়ে এঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিএসএফ বুধবার (১৮ জুন) পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে তামিমকে উদ্ধারপূর্বক বিজিবির কাছে হস্তান্তর করা হয়। তামিমকে গ্রহণ করেন আলীনগর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আলমগীর হোসেন। এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এঘটনায় ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং মছব্বির নামে এজাহার নামীয় এক আসামীকে আটক করা হয়েছে।



মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com