আপডেট

x


ঢাকা সমিতি বৃহত্তর কুয়েত’র ইফতার ও দোয়া মাহফিল

শুক্রবার, ১৬ জুন ২০১৭ | ১২:০৬ পূর্বাহ্ণ | 1131 বার

ঢাকা সমিতি বৃহত্তর কুয়েত’র ইফতার ও দোয়া মাহফিল

ঢাকা সমিতি (বৃহত্তর) কুয়েত এর উদ্যোগে গতকাল ১৪ জুন বুধবার কুয়েত সিটির রাজধানী হোটেলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সোয়েব আহমেদ সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিবের উপস্হাপনায় , প্রধান অতিথির আসন অলংকৃত করেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের  প্রধান এম ডি অনিসুজ্জামান। বিশেষ অতিথিতে পর্যায়ক্রমে ছিলেন উপদেষ্টা সাদেক হোসেন ,সিনিয়র সহসভাপতি রমিজ দেওয়ান, ইঞ্জি:কাজী মঞ্জুরুল আলম, মঈন উদ্দীন মঈন, আক্তারুজ্জামান, ফয়সাল আহমেদ, সংগঠনের সহসভাপতি আব্দুল আওয়াল খান, হারুনুর রশিদ, যুগ্মসম্পাদক জায়েদুর রহমান জায়েদ, ফাইজুর রহমান সুমন,নাসির উদ্দীন, ফারুক প্রমুখ । বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্হিতিতে বিশ্বমুসলিম উন্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয় ।

IMG_6955



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com