আপডেট

x


ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের বর্বরোচিত হামলা ,২০ নেতা কর্মী গুরুতর আহত

সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯ | ৯:৩৩ অপরাহ্ণ | 326 বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের বর্বরোচিত হামলা ,২০ নেতা কর্মী গুরুতর আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় ছাত্রদলের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সোহেলও রয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) চিকিৎসা দেয়া হচ্ছে।



জানা গেছে, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা টিএসসির দিকে যাচ্ছিল। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা পেছন থেকে লাঠি নিয়ে তাদের ধাওয়া করে। এ সময় কয়েকজনকে পিটিয়ে যখম করে ছাত্রলীগ।

এদিকে দুপুর ১টার দিকে ঢামেকে আহতদের দেখতে যান ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। তিনি অভিযোগ করে বলেন, আমরা প্রতিদিনের মতো সকালে মধুর ক্যান্টিনে যাই। সেখান থেকে বের হয়ে টিএসসির দিকে এগোচ্ছিলাম। ঠিক তখনই ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের পিছু নেয়। পরে তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে লাঠি নিয়ে অতর্কিতে হামলা চালায়। তাদের মারধরে আমাদের ২০ নেতাকর্মী আহত হয়েছেন। আমরা এ হামলার নিন্দা জানাই।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com