ঢাকাস্হ কুলাউড়া উপজেলা সমিতির উদ্যোগে পূর্ব মনসুরে বৃক্ষ রোপন কর্মসূচী
- আপডেটের সময় : ০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / ৩৫৩ টাইম ভিউ
ঢাকাস্হ কুলাউড়া উপজেলা সমিতি উদ্যোগে “ক্লিন কুলাউড়া গ্রিন কুলাউড়া প্রকল্পের আয়তায় ও তত্ত্বাবধানে কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামে বৃক্ষ রোপন কর্মসুচির আয়োজন করা হয় গত
২২জুলাই বৃহস্পতিবার বিকেলে মনসুর ইংলিশ স্পিকিং লারর্নিং ক্লাবের সহযোগিতায় মনসুর গ্রামে এই বৃক্ষ রোপন কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পূর্ব মনসুর জামে মসজিদ এর মুতাওল্লী হাজী ফয়জুর রহমান।
এসময় মোঠো ফোনের মাধ্যমে ভার্চুয়ালী অনুষ্ঠানে সংযুক্ত হয়ে স্বাগত বক্তব্য রাখেন ঢাকার কো-অর্ডিনেটর, প্রোগ্রাম চেয়ারম্যান ব্যারিষ্টার আবু সাদিক আব্দুল্লা,উনি বলেন আপনাদের সহযোগিতা পেলে এই রকম সম্মিলিত কাজের মাধ্যেমে আমরা আমাদের এই গ্রামকে একটি পরিবেশ বান্ধব ও আর্দশ গ্রামে পরিনত করতে পারবো ইনশাআল্লাহ।
উপস্থিত ছিলেন স্থানীয় কো-অর্ডিনেটর তরুন সমাজ সেবক শরাফত আলী,বিশিষ্ঠ সমাজ সেবক লুৎফুর রহমান, শিক্ষক সামসুদ্দুহা শুভন, সমাজ কর্মি মতিউর রহমান সুহেল,যুব নেতা ইছরাব আলী ইছই,সুমন মনসুরী, ফরজান মিয়া, শরাফত আলী,মজীদ আলী,মোয়াজ্জিম আলী, আবুল মিয়া,রপিক মিয়া , সুমন মিয়া,মোঃ মনাই,মোঃ খুকন, ইংলিশ ক্লাবের সভাপতি আহমেদ ফেরদৌস সাধারণ সম্পাদক আশরাফুল হাসান সুহান, রবিউল হাসান রুমান, ওয়াজেজ হাসান শান্ত,টিপু মিয়া, সাজু মিয়া, মোঃ ফাহিম, সৌরভ, ফাহাদ প্রমুখঃ