আপডেট

x


ঢাকাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কুমিল্লা

বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭ | ১২:৫৬ অপরাহ্ণ | 1074 বার

ঢাকাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কুমিল্লা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের ৩৪তম ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে ১২ রানে হারিয়ে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানান ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান।



টস হেরে ব্যাট করতে নেমে তামিম ইকবাল, লিটন দাস ও মারলন স্যামুয়েলসের তিনটি ত্রিশোর্ধ ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রানের সংগ্রহ দাঁড় করায় কুমিল্লা।

কুমিল্লার পক্ষে ২৭ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন ক্যারিবীয় রিক্রুট মারলন স্যামুয়েলস। তামিম ২৩ বলে ৩৭ ও লিটন দাস ৩০ বলে ৩৪ রান করেন। এছাড়া ইমরুল কায়েস ২৪ বলে ২৬ রান করেন।

ঢাকার পক্ষে কেভন কুপার ৪২ রানে ৩টি ও সাকিব আল হাসান ২৩ রানে দু’টি উইকেট নেন।

১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। দ্বিতীয় ওভারেই দলীয় ১৩ রানে তাদের প্রথম উইকেটের পতন হয়। তবে দ্বিতীয় উইকেট জুটিতে জো ডেনলি ও সাদমান ইসলাম ৩৩ রানের জুটি গড়ে জয়ের সম্ভাবনা জাগান। তবে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ঢাকা তা আর কাটিয়ে উঠতে পারেনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলতে সক্ষম হয় সাকিবের দল।

ঢাকা ডায়নামাইটসের পক্ষে উদ্বোধনী ব্যাটসম্যান জো ডেনলি ৩৯ বলে সর্বোচ্চ ৪৯ রান করেন। এছাড়া কাইরন পোলার্ড ২১ বলে ২৭, মোসাদ্দেক হোসেন ১৩ বলে ১৭ ও জহুরুল ইসলাম ১০ বলে ১৭ রান করেন।

কুমিল্লার পক্ষে ডোয়াইন ব্রাভো ৩১ রানে ৩টি, মোহাম্মদ সাইফুদ্দিন ১৮ রানে ২টি ও শোয়েব মালিক ২৬ রানে একটি উইকেট নেন।

৩১ রানে ৩ উইকেট নেওয়া কুমিল্লার অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

এ জয়ের মধ্য দিয়ে ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলা ঢাকা ডায়নামাইটসের ৫ জয়ের সঙ্গে পরিত্যক্ত হওয়া ম্যচের এক পয়েন্টসহ ১১ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তালিকার তৃতীয় স্থানে। ঢাকার সমান ১০ ম্যাচ খেলে ছয় জয়ের সঙ্গে পরিত্যক্ত হওয়া ম্যচের এক পয়েন্টসহ ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে খুলনা টাইটানস। আর ৯ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্সের অবস্থান তালিকার চতুর্থ স্থানে।

মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com