আপডেট

x


ড.এমাজ উদ্দিন আহমেদের মৃত্যুতে কুয়েত বিএনপির সদস্য সচিব শওকত আলীর শোক

শনিবার, ১৮ জুলাই ২০২০ | ১২:৩৩ পূর্বাহ্ণ | 178 বার

ড.এমাজ উদ্দিন আহমেদের মৃত্যুতে কুয়েত বিএনপির সদস্য সচিব শওকত আলীর শোক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি রাষ্ট্র বিজ্ঞানী অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদের মৃত্যুতে কুয়েত বিএনপির সদস্য সচিব আলহাজ্জ মো: শওকত আলী শোক প্রকাশ করেছেন।

গতকাল শুক্রবার (১৭ জুলাই) এক শোক বার্তায় তিনি বলেন, মরহুম এমাজউদ্দীন আহমেদ ছিলেন ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সব গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত ছিলেন। তার এ মহাপ্রয়াণে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। বর্তমান রাজনৈতিক সংকট ও মহামারীর মধ্যে উনার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত কষ্টের।



আলহাজ্জ মো: শওকত আলী আরো বলেন, প্রফেসর ড,এমাজ উদ্দিন স্যারের মৃত্যুতে রাষ্ট্রের অপুরনীয় ক্ষতি হয়ে গেল। আমরা আজ একজন উজ্জ্বল নক্ষত্র হারিয়েছি, আল্লাহ যেন এমাজ উদ্দিন স্যারকে জান্নাতবাসি করুেন আমীন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর নিকট মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com