আপডেট

x


ডেঙ্গু কেড়ে নিল রুমানার প্রাণ

রবিবার, ২৮ জুলাই ২০১৯ | ৮:০৩ অপরাহ্ণ | 291 বার

ডেঙ্গু কেড়ে নিল রুমানার প্রাণ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বেনাপোলের সিঅ্যান্ডএফ ব্যবসায়ীর মেয়ে রুমানা খানের (২৫) মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যৃ হয়।

রুমানা বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য মেহেরুল্লাহর মেয়ে এবং ঢাকার বেনাপোল সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য জামসেদ আলী খানের স্ত্রী।



রুমানার বাবা মেহেরুল্লাহ জানান, তার মেয়ে স্বামীর সঙ্গে ঢাকায় থাকত। সেখানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা গত ১০ জুলাই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করে। এরপর তাকে আইসিইউতে রাখা হয়। গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। শনিবার সকালে রুমানার মরদেহ গ্রামের বাড়ি বেনাপোলে আনা হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com