অল্পের জন্য রক্ষা পেয়েছেন মৌলভীবাজারের রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসিম। গতকাল দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের সময় মনসুরনগর ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় ডিউটি চলাকালিন সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাঁদে পড়ে যায়। এসময় তিনি গুরুতর আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ও সি খবর পান মনসুর নগর ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় কয়েকজন সংঘবদ্ধ ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। এমন খবরের সংবাদ পেয়ে যাবার পথে ওসিকে বহনকারি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাঁদে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।#
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com