নানা অনিয়মের অভিযোগ এনে নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
গত ১১ মার্চ হওয়া এ নির্বাচনকে প্রহসনের নির্বাচন হিসেবে তুলে ধরে ছাত্রদলের নেতারা নতুন করে তফসিল ঘোষণা করে নির্বাচনের দাবি জানান।
তবে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন নির্বাচনকে স্বচ্ছ হিসেবে তুলে ধরে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে ক্লাস পরীক্ষা বর্জনসহ অন্যন্য কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন।
পাশাপাশি নবনির্বাচিত প্যানেলের শপথ প্রস্তুতির কথাও উল্লেখ করেন তিনি।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com