ঢাকা , শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
কানাডার প্রভিন্সিয়াল পার্লামেন্ট ইলেকশন ডলি’র হ্যাটট্রিক জয় ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন লন্ডন বিএনপি নেতা শরফুকে শ্রীমঙ্গলে গণ সংবর্ধনা ইতালির মানতোভা শহরে দুইদিনব্যাপী দূতাবাস সেবা অনুষ্ঠিত ,প্রায় আট শতাধিক প্রবাসীরা এই ক্যাম্প থেকে দূতাবাস সেবা গ্রহণ করেন ইতালিতে এমপি প্রার্থী প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম কে চাঁদপুরবাসীর সংবর্ধনা দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কুলাউড়া বিএনপির ১৩ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা, সমন্বয়কদের দায়িত্ব বন্টন কুলাউড়ায় রাজাপুরে বালু উত্তোলন বন্ধ ও সেতু রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে ইতালির তরিনোতে সিলেট বিভাগ ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব

ডাকবাংলা রাজনীতি!

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
  • আপডেটের সময় : ০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০১৯
  • / ৫৬৩ টাইম ভিউ

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ কুলাউড়া ডাকবাংলা কেন বঙ্গবন্ধু উদ্যান নামে হবে? নাম পরিবর্তনের এ কেমন নতুন রাজনীতি? শোকের মাসে কেন সুখের রাজনীতি? কেন এমন স্বার্থের রাজনীতি! বঙ্গবন্ধুর মতো একজন মহান ব্যক্তির নামে হবে “বঙ্গবন্ধু জাতীয় উদ্যান”। সেটা সরকার করবে। হবে ঢাকায়। ছোটখাটো জায়গায় একজন মহান নেতাকে না টানলে হয় না? এ কেমন নতুন মডেলের তৈল মর্দন? কোনটা তৈল মর্দন অার কোনটা শ্রদ্ধা-ভালোবাসা, তা তো খুউব ভালই জানেন বঙ্গবন্ধুকন্যা। তারপরও নয়া মডেলে এপ্লাই করা হচ্ছে! ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য এমন পায়তারা মোটেও শুভনীয় নয়। ঐতিহ্যবাহি ডাকবাংলা ঘেষে আমার অনেক সময় পার হয়েছে! কতক বছর কেটেছে। এজন্য এই নাম নিয়ে কেউ নিজ স্বার্থ হাসিলের পায়তারা করলে অামাদেরও একটু আ  ঘাত লাগে। অনুরোধ করি কুলাউড়া অাওয়ামীলীগকে, দয়াকরে এমনটা করতে দেবেন না। কারো ব্যক্তিগত ফায়দা লাভের ফন্দিতে ছোটখাটো একটা জায়গায় বঙ্গবন্ধুর নামটা যেন ব্যবহার না হয়। বঙ্গবন্ধুর নামে কেউ নতুনভাবে যেন রাজনীতি না করে। বঙ্গবন্ধুকে অামরা ভালোবাসি, শ্রদ্ধা করি তৃতীয় প্লাটফর্ম থেকে। অাপনারা বঙ্গবন্ধুর দল অাওয়ামীলীগের রাজনীতি করেন। অামাদের চাইতে অাপনারাই বঙ্গবন্ধুকে বেশি ভালোবাসেন, উনার অাদর্শ বেশি অনুসরণ করেন। কোনটা ভালো, কোনটা ভালো নয় তা অাপনারাই বেশি জানেন। তাই কেউ বঙ্গবন্ধুকে নিয়ে অসুস্থ রাজনীতি করবে তা মোটেও অাপনারা পছন্দ করেন না! করতেও দেবেন না। অার ডাকবাংলার নাম পরিবর্তন না করলে হয় না? কি দরকার পরিবর্তনের। এ নাম তো যুগযুগ ধরে চলে অাসছে। অামাদের মনে-প্রাণে মিশে অাছে। তবুও অান্তরিকভাবে অনুরোধ করবো, ডাংকবাংলার নাম একান্তই যদি বদল করতে হয় তবে সাবেক এমপি মরহুম অাব্দুল জব্বার কিংবা কুলাউড়ার কোনো কৃতিমানুষ নতুবা একজন মুক্তিযোদ্ধার নামে পরিবর্তন করুন। অাজ যদি নিজের এলাকার কোনো কৃতিমানুষকে সম্মানিত করেন, তবে একদিন অাপনাদেরকেও কুলাউড়ার মানুষ সম্মানিত করবে, স্মরণীয় করে রাখবে। একই প্রত্যাশা উপজেলা পরিষদ, পৌরসভা এবং উপজেলা প্রশাসনের নিকটও! জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় ডাকবাংলা!

–এম আর তাহরীম ১০ আগষ্ট -২০১৯

পোস্ট শেয়ার করুন

ডাকবাংলা রাজনীতি!

আপডেটের সময় : ০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০১৯

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ কুলাউড়া ডাকবাংলা কেন বঙ্গবন্ধু উদ্যান নামে হবে? নাম পরিবর্তনের এ কেমন নতুন রাজনীতি? শোকের মাসে কেন সুখের রাজনীতি? কেন এমন স্বার্থের রাজনীতি! বঙ্গবন্ধুর মতো একজন মহান ব্যক্তির নামে হবে “বঙ্গবন্ধু জাতীয় উদ্যান”। সেটা সরকার করবে। হবে ঢাকায়। ছোটখাটো জায়গায় একজন মহান নেতাকে না টানলে হয় না? এ কেমন নতুন মডেলের তৈল মর্দন? কোনটা তৈল মর্দন অার কোনটা শ্রদ্ধা-ভালোবাসা, তা তো খুউব ভালই জানেন বঙ্গবন্ধুকন্যা। তারপরও নয়া মডেলে এপ্লাই করা হচ্ছে! ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য এমন পায়তারা মোটেও শুভনীয় নয়। ঐতিহ্যবাহি ডাকবাংলা ঘেষে আমার অনেক সময় পার হয়েছে! কতক বছর কেটেছে। এজন্য এই নাম নিয়ে কেউ নিজ স্বার্থ হাসিলের পায়তারা করলে অামাদেরও একটু আ  ঘাত লাগে। অনুরোধ করি কুলাউড়া অাওয়ামীলীগকে, দয়াকরে এমনটা করতে দেবেন না। কারো ব্যক্তিগত ফায়দা লাভের ফন্দিতে ছোটখাটো একটা জায়গায় বঙ্গবন্ধুর নামটা যেন ব্যবহার না হয়। বঙ্গবন্ধুর নামে কেউ নতুনভাবে যেন রাজনীতি না করে। বঙ্গবন্ধুকে অামরা ভালোবাসি, শ্রদ্ধা করি তৃতীয় প্লাটফর্ম থেকে। অাপনারা বঙ্গবন্ধুর দল অাওয়ামীলীগের রাজনীতি করেন। অামাদের চাইতে অাপনারাই বঙ্গবন্ধুকে বেশি ভালোবাসেন, উনার অাদর্শ বেশি অনুসরণ করেন। কোনটা ভালো, কোনটা ভালো নয় তা অাপনারাই বেশি জানেন। তাই কেউ বঙ্গবন্ধুকে নিয়ে অসুস্থ রাজনীতি করবে তা মোটেও অাপনারা পছন্দ করেন না! করতেও দেবেন না। অার ডাকবাংলার নাম পরিবর্তন না করলে হয় না? কি দরকার পরিবর্তনের। এ নাম তো যুগযুগ ধরে চলে অাসছে। অামাদের মনে-প্রাণে মিশে অাছে। তবুও অান্তরিকভাবে অনুরোধ করবো, ডাংকবাংলার নাম একান্তই যদি বদল করতে হয় তবে সাবেক এমপি মরহুম অাব্দুল জব্বার কিংবা কুলাউড়ার কোনো কৃতিমানুষ নতুবা একজন মুক্তিযোদ্ধার নামে পরিবর্তন করুন। অাজ যদি নিজের এলাকার কোনো কৃতিমানুষকে সম্মানিত করেন, তবে একদিন অাপনাদেরকেও কুলাউড়ার মানুষ সম্মানিত করবে, স্মরণীয় করে রাখবে। একই প্রত্যাশা উপজেলা পরিষদ, পৌরসভা এবং উপজেলা প্রশাসনের নিকটও! জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় ডাকবাংলা!

–এম আর তাহরীম ১০ আগষ্ট -২০১৯