আপডেট

x


ঠিকানা’র সাবেক সম্পাদক সাঈদ উর রব হৃদরোগে আক্রান্ত

বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৯ | ৬:৫৭ অপরাহ্ণ | 502 বার

ঠিকানা’র সাবেক সম্পাদক সাঈদ উর রব হৃদরোগে আক্রান্ত

ঠিকানা’র সাবেক সম্পাদক ও জাতীয় এথলেটস সাঈদ-উর রব হৃদরোগে আক্রান্ত সাঈদ-উর রবের ওপেন হার্ট সার্জারী হয়েছে। গত ১৫ আগষ্ট বৃহস্পতিবার তিনি স্ট্রেস টেস্ট করতে গেলে তাঁর হার্টে তিনটি ব্লক রয়েছে বলে ধরা পড়ে।পরদিন শুক্রবার লং আইল্যান্ড জুইস হাসপাতালে তার ওপেন হার্ট সার্জারী করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে ৮০ দশকের কুলাউড়র ফুটবল অংঙ্গনের জনপ্রিয় মূখ জাতীয় তরুন সংঘ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নিউইয়র্কে বসবাসরত (ডাকবাংলোর ) লিটন আহমেদ জানিয়েছে।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com