আপডেট

x


ট্রেন যাত্রীর কাছ থেকে প্রকাশ্যে জোর করে ‘ঘুষ নেন’ এএসআই আসাতুর!

বুধবার, ১২ জুন ২০১৯ | ১:২৬ অপরাহ্ণ | 542 বার

ট্রেন যাত্রীর কাছ থেকে প্রকাশ্যে জোর করে ‘ঘুষ নেন’ এএসআই আসাতুর!

রাজশাহী থেকে শাহ আলমঃ রাজশাহী থেকে ছেড়ে রাজবাড়ীর গোয়ালন্দগামী আন্ত:নগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের টিকিট থাকার পরেও যাত্রীদের কাছ থেকে জোর পূর্বক ঘুষ গ্রহণের অভিযোগে রাজবাড়ী রেলওয়ে থানার কর্তব্যরত সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) আসাতুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।রাজবাড়ী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গত রবিবার ০৯জুন প্রথম আলোর সাংবাদিক আমাকে জানান, ট্রেনের যাত্রীদের কাছ থেকে আসাতুর রহমান টাকা নিয়েছে। ঐ সাংবাদিকের তথ্য অনুযায়ী আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাই। পরে (জি.আর.পি) রেলওয়ে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার ওই সহকারী পুলিশ পরিদর্শককে (সহকারী দারোগা) শাস্তিমূলকভাবে রাজবাড়ী থেকে প্রত্যাহার করে পাকশী সার্কেলে নেয়া হয়েছে।মঙ্গলবার বিকেলে রাজশাহী থেকে রাজবাড়ীর গোয়ালন্দ গামী ওই ট্রেনের কর্তব্যরত পরিচালক মোঃ রাজু আহম্মেদ জানান, গত রবিবার ওই ট্রেনের দায়িত্ব পালনকালে পুলিশের ওই কর্মকর্তা টিকেট বিহীন যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়সহ বেশ কিছু অনিয়মের করেছে।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com