আপডেট

x


টেস্ট মর্যাদা পেল আফগানিস্তান ও আয়ারল্যান্ড

শুক্রবার, ২৩ জুন ২০১৭ | ৪:১১ অপরাহ্ণ | 1012 বার

টেস্ট মর্যাদা পেল আফগানিস্তান ও আয়ারল্যান্ড

আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে টেস্টে স্ট্যাটাসের মর্যাদা দিয়েছে আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল)। ক্রিকেটের মর্যাদাপূর্ণ এ টেস্ট স্ট্যাটাস পাওয়া একাদশ ও দ্বাদশ সদস্য হলো দেশ দুটি।
বৃহস্পতিবার লন্ডনে আইসিসির বার্ষিক সভায় সর্বসম্মতিক্রমে তাদের টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত হয়।

এর আগে সর্বশেষ টেস্ট স্ট্যাটাস পায় বাংলাদেশ, ২০০০ সালে।



১৯৮২ সাল পর্যন্ত টেস্ট খেলুড়ে দেশ ছিল মাত্র সাতটি। ওই বছরই টেস্ট খেলার স্বীকৃতি পায় শ্রীলংকা। আর ১৯৯২ সালে পূর্ণ সদস্যপদ পায় জিম্বাবুয়ে। এর আট বছর পর ওই কাতারে উঠে আসে বাংলাদেশ।

ক্রিকেট বীরত্বে আফগানরা:  ২০১১ সালে ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার মধ্য দিয়ে সেরাদের তালিকায় ওঠে আসার পথ তৈরি হয় তাদের।

দুই বছর পর যুদ্ধবিধ্বস্ত দেশটি আইসিসির সহযোগী সদস্যপদ লাভ করে। ২০১৫ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলে আফগানিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছে তারা।

উন্নতির ধারাবাহিকতা ধরে রাখা আয়ারল্যান্ড ২০০৭ সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করে। অভিষেক আসরেই তারা পাকিস্তানকে হারিয়ে বড় অঘটনের জন্ম দেয়। এরপরের দুটি বিশ্বকাপেই খেলেছে তারা। এরপর টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে হারিয়ে চমক সৃষ্টি করে আফগানরা। পরে টি-২০ সিরিজেও জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশও করে নতুন ইতিহাস তৈরি করে মোহাম্মদ নবীরা।

কোন দল টেস্টের মর্যাদা পায় কত সালে

দলের নাম সাল
অস্ট্রেলিয়া ১৮৭৭
ইংল্যান্ড ১৮৭৭
দ. আফ্রিকা ১৮৮৯
ও. ইন্ডিজ ১৯২৮
নিউজিল্যান্ড  ১৯৩০
ভারত ১৯৩২
পাকিস্তান
১৯৫২
শ্রীলঙ্কা  ১৯৮২
জিম্বাবুয়ে ১৯৯২
বাংলাদেশ ২০০০
আফগানিস্তান ২০১৭
আয়ারল্যান্ড  ২০১৭

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com