টিপু কে আহবায়ক ও সাইফুর কে সদস্য সচিব করে কুলাউড়া উপজেলা ছাত্রদলের কমিটি গঠন
- আপডেটের সময় : ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
- / ৮০২ টাইম ভিউ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুলাউড়া উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
১৫’ই জানুয়ারী মৌলভীবাজার জেলা ছাত্রদলের এর সভাপতি রুবেল আহমেদ ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান স্বাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
আহবায়ক কমিটিঃ– সুলতান আহমেদ টিপু- আহবায়ক।
তানজিল হাসান খান-যুগ্ম আহবায়ক, রাহিফ আলম নাইম-যুগ্ম আহবায়ক,মাসুদ রানা-যুগ্ম আহবায়ক, জিহাদ আলম-যুগ্ম আহবায়ক,
মোশারফ হোসেন মিজু-যুগ্ম আহবায়ক, ইউসুফ আলী রুনি -যুগ্ম আহবায়ক, এমদাদুল হক মিলন-যুগ্ম আহবায়ক। রায়হান আহমেদ – যুগ্ম আহবায়ক, আনহার হোসেন-যুগ্ম আহবায়ক, অমিত মল্লিক বিজয় -যুগ্ম আহবায়ক, ফরহাদ আঞ্জুম মুবিন-যুগ্ম আহবায়ক, আনসার আহমেদ- যুগ্ম আহবায়ক, কামরুল ইসলাম- যুগ্ম আহবায়ক, মাহফুজুর রহমান তালুকদার-যুগ্ম আহবায়ক।
সাইফুর রহমান- সদস্য সচিব,
সদস্য – তাজ উদ্দিন তাজ, রেজাউল ইসলাম শাফি, বুরহান উদ্দিন, রাবিদ হাসান পারভেজ, জিসান আহমেদ রাজু।
উল্লেখ্য যে, আগামী ৬০ দিনের মধ্যে সকল ইউনিয়ন কমিটি গঠন করে কাউন্সিলের মাধ্যমে পুর্নাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে।