টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
- আপডেটের সময় : ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯
- / ৪৭০ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ হারলেই শেষ বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন- এমন সমীকরণ নিয়েই আজ (মঙ্গলবার) ভারতের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩ টায় বার্মিংহামের এজবাস্টনে শুরু হবে হাইভোল্টেজ এই ম্যাচটি।
মাত্র ৪৮ ঘণ্টা আগেই এজবাস্টনের এই উইকেটেই অনুষ্ঠিত হয়েছিল ভারত-ইংল্যান্ড ম্যাচ। সে কারণে টসে জিতলে আগে ব্যাটিং বেছে নেবেন না বোলিং- তা নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা।
তবে টস করতে নেমে হারতে হলো মাশরাফিকে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অর্থাৎ, ভারতের বিপক্ষে আগে বোলিং করছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল্, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দীন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান।
ভারতীয় একাদশ
রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, ঋষভ পান্থ, এমএস ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, কুলদিপ যাদব, ইউজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ।