আপডেট

x


ঝড় তুলেছেন সালমান-ক্যাটরিনা (ভিডিও)

বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭ | ৬:৫৫ অপরাহ্ণ | 1047 বার

ঝড় তুলেছেন সালমান-ক্যাটরিনা (ভিডিও)

ইউটিউবে ঝড় তুলেছেন বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ। তাদের পরবর্তী সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’-এর নতুন গান মুক্তি পাওয়ার পরই ভক্তরা হুমড়ি খেয়ে পড়েছেন। ‘সোয়াগ সে করেঙ্গে সবকা সোয়াগত’ গানটি ইউটিউবে এরই মধ্যে দেড় কোটিরও বেশিবার দেখা হয়েছে। গত ২০ তারিখে যশরাজের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় গানটি। বিশাল-শেখরের মিউজিকে ওই গানে শোনা  গেছে বিশাল দাদলানি ও নেহা ভাসিনের গলা। পরিচালক আলি আব্বাস জাফর জানান, এই গানটিতে সালমান-ক্যাটরিনা ছাড়াও আরও ১০০ পেশাদার নৃত্যশিল্পী পারফর্ম করেছেন।
এর আগে ২০১২ সালে মুক্তি পায় সালমান-ক্যাটরিনা জুটির ‘এক থা টাইগার’। সেই সিনেমারই সিক্যুয়াল  ‘টাইগার জিন্দা হ্যায়’। মুক্তি পাবে আগামী ২২ ডিসেম্বর।
যেখানে সালমানকে দেখা যাবে ভারতীয় গোয়েন্দা বাহিনীর সদস্য টাইগারের ভূমিকায়। আর ক্যাটরিনা ‘জোয়া’কে দেখা যাবে পাকিস্তানি চরের ভূমিকায়। আর এই দুজনের প্রেম নিয়ে তৈরি ফিল্মের গল্প।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com