আপডেট

x


জয় পরাজয় বড় কথা নয় খেলায় অংশ গ্রহন করাই খেলোয়াড়দের মনের পরিচয়

মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯ | ১০:২৮ পূর্বাহ্ণ | 518 বার

জয় পরাজয় বড় কথা নয়  খেলায় অংশ গ্রহন করাই খেলোয়াড়দের মনের পরিচয়

নিজস্ব প্রতিনিধিঃ পরিকল্পনা আর সঠিক পরিচর্যা চালু করা গেলে আমাদের এই তরুণদের মাধ্যমেই নব জাগরণ সম্ভব। কানাডা বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে এবং কানাডা বাংলা ক্লাবের সৌজন্যে তৃতীয় বিজয় দিবস কাপ দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগীতা ২০১৯ আগামী ২৯শে ডিসেম্বর রবিবার এপিক স্পোর্স সেন্টার, ৩৯ বারট্র্যান্ড এভ্যানিউয়ে অনুষ্ঠিত হবে।

খেলাধুলাই পারে একটা সুস্থ জীবন দিতে।
আজকাল মাদক ও ভারচুয়াল আসক্তি থেকে যুব সমাজকে মুক্ত রাখতে, খেলাধুলার কোনো বিকল্প নেই।
সুন্দর ও সফল সমাপ্তি টানতে সবাই কে আন্তরিক হওয়ার জন্য। সুস্থ জীবন দিতে। তাই মাঠে নামতে হবে, খেলতে হবে। এই শক্তিটা মাঠে ব্যয় করা উচিত। কারণ খেলাধুলা শুধু সুস্থতাই দেয় না, সুখও দেয়।
জনাব রেশাদ চৌধুরী সভাপত্বিতে বক্তব্য রাখেন জহির আহমদ,জমিল আহমদ,আহাদখন্দকার,আব্দুল জব্বার,মুজিবুর রহমান,মিলাদ চৌধুরী,,এজাজ খান, তানবির আহমদ,গোলাম এমরান সুমন,হাসান আহমদ। পরিচালনা করেন জাকারিয়া চৌধুরী,
আরো উপস্তিত ছিলেন। আখলাখ হোসেন,মঈন চৌধুরী,আরিফ আহমদ,আহমদ হোসেন লনি,আমিনুর রশিদ চৌধুরী বাবু, আথিক হোসেন, কাওসার মাহমুদ,আসাদ আহাদ নিশু,সৈয়দ মাহবুব,আব্দুল আজিজ,রানা আজগর প্রমুখ।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com