জয় দেখছে বাংলাদেশ
- আপডেটের সময় : ১১:১৬ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯
- / ১১৩২ টাইম ভিউ
মরিসের বিদায়ে জয়ের আরও কাছে বাংলাদেশ
ক্রিস মরিসকে বিদায় করে বাংলাদেশকে জয়ের আরও কাছে নিয়ে গেলেন মুস্তাফিজুর রহমান।
ফেলুকোয়ায়োকে দ্রুত ফেরালেন সাইফ
রানের জন্য ছটফট করা আন্দিলে ফেলুকোয়ায়োকে দ্রুত ফেরালেন মোহাম্মদ সাইফ উদ্দিন।
তরুণ এই পেস বোলিং অলরাউন্ডারের আগের ওভারটি ছিল উইকেট-মেডেন। তবুও তাকে প্রান্ত বদল করান অধিনায়ক। এবারও উইকেট পেলেন সাইফ।
ফুলটস বল কাভার দিয়ে খেলেছিলেন ফেলুকোয়ায়ো। নিচে রাখতে পারেননি। ঝাঁপিয়ে চমৎকার ক্যাচ মুঠোয় নেন সাকিব আল হাসান। ১৩ বলে ৮ রান করে ফিরেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার।
৪৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২৫২/৬। ক্রিজে জেপি দুমিনির সঙ্গী ক্রিস মরিস।
ফেলুকোয়ায়োকে দ্রুত ফেরালেন সাইফ
রানের জন্য ছটফট করা আন্দিলে ফেলুকোয়ায়োকে দ্রুত ফেরালেন মোহাম্মদ সাইফ উদ্দিন।
আক্রমণে ফিরেই সাইফের আঘাত
দ্রুত এগোনোর চেষ্টায় থাকা রাসি ফন ডার ডাসেনকে বোল্ড করে ফিরিয়ে দিলেন মোহাম্মদ সাইফ উদ্দিন।
ডানহাতি পেসারের স্টাম্পের বলে ক্রস ব্যাটে খেলতে চেয়েছিলেন ফন ডার ডাসেন। ব্যাটে-বলে করতে পারেননি, এলোমেলো হয়ে যায় স্টাম্পস। ৩৮ বলে দুই চার ও এক ছক্কায় ৪১ রান করেন তিনি।
৪০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২২৮/৫। ক্রিজে জেপি দুমিনির সঙ্গী আন্দিলে ফেলুকোয়ায়ো। জয়ের জন্য শেষ ১০ ওভারে ১০৩ রান চাই তাদের।
ছবি: আইসিসি