জুড়ীতে সিএনজি ষ্ট্যান্ড পরিচালনা কমিটির সভাপতি নানু– সম্পাদক পাবলু
- আপডেটের সময় : ১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭
- / ১৩২৩ টাইম ভিউ
জুড়ী উপজেলার অটো-টেম্পু, সিএনজি, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি: ২৩৫৯ এর অন্তভূক্ত বিজিবি ক্যাম্প চত্ত্বর সিএনজি ষ্ট্যান্ড পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২৫ নভেম্বর শনিবার সম্পুন্ন হয়েছে। এতে সভাপতি পদে মোঃ নানু মিয়া ও সম্পাদক পদে মোঃ পাবলু হাছান নির্বাচিত হয়েছেন।
জানা যায়, সিএনজি ষ্ট্যান্ড পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোঃ নানু মিয়া (ছাতা) প্রতিক নিয়ে ৫৭ ভোট, সহ-সভাপতি পদে মোঃ আজির উদ্দিন (বাসগাড়ী) প্রতীক নিয়ে ৫৮ ভোট, সম্পাদক পদে মোঃ পাবলু হাছান (মই) প্রতীক নিয়ে ৫৭ ভোট, সহ-সম্পাদক পদে মোঃ সাদিকুল ইসলাম সাজু (হরিণ) প্রতীক নিয়ে ৬৩ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মাজেদুল ইসলাম (বাঘ) প্রতীক নিয়ে ৫৮ ভোট, কোষাধ্যক্ষ পদে মোঃ সালাউদ্দিন (তালাচাবি) প্রতীক নিয়ে ৫৫ ভোট, দপ্তর সম্পাদক পদে মোঃ শাহীন আহমদ (মাছ)প্রতীক নিয়ে ৬২ ভোট, প্রচার সম্পাদক পদে মোঃ আবুল মিয়া (গোলাপ ফুল) প্রতীক নিয়ে ৫৪ ভোট, ও কার্যকরী সদস্য পদে মোঃ জাবেদ মিয়া (বন্দুক) প্রতীক নিয়ে ৫১ ভোট, মোঃ আবিদ হাছান (তলোয়ার) ৪৭ ভোট, মোঃ নাসির উদ্দিন (হাস) প্রতীক নিয়ে ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়।
সিএনজি ষ্ট্যান্ড পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল প্রকাশ করেন, রির্টানিং অফিসার জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান।