আপডেট

x


জুড়ীতে শিপুল হত্যার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

রবিবার, ০৪ আগস্ট ২০১৯ | ১২:১৫ অপরাহ্ণ | 236 বার

জুড়ীতে শিপুল হত্যার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ  জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত আহমদ আলীর ছেলে সিএনজি অটোরিকশা চালক মোঃ শিপুল মিয়া (২৪) কে ষড়যন্ত্রমূলক হত্যার অভিযোগে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩ আগষ্ট সকালে ভূয়াই, শাহপুর, রাজাপুর, মনোহরপুর, নিশ্চিন্তপুর ও মোহাম্মদপুর গ্রামের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে ভূয়াইবাজারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা আজিজুর রহমান। যুবলীগনেতা মিছবাহ উদ্দিন সুমেল এর পরিচালনায় বক্তব্য রাখেন কুয়েত প্রবাসী নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক হাজী তবারক আলী, আনছার আলী, আনোয়ার মিয়া, জাহিদ হাসান আখল, তাজুল ইসলাম, টেনু মিয়া, আব্দুল গণি, নামর আলী, শেখ সুমন মাহমুদ, যুবলীগ নেতা ইমরান হোসেন রনি, ফখরুল ইসলাম, শ্রমীক নেতা বেলাল হোসেন, ইমরান আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিপুল হত্যার বিষয়টি ষড়যন্ত্রমূলক ভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। এ ব্যপারে পুলিশ প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে আসামীদের খোঁজে বের করে আইনের আওতায় আনার দাবী জানান তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ভূয়াইবাজার প্রদক্ষিণ করেন উপস্থিত সর্বস্তরের জনসাধারণ।



উল্লেখ্য, ১৮ জুলাই বৃহস্পতিবার থেকে সিএনজি অটোরিকশা চালক শিপুলকে পাওয়া যাচ্ছিল না, তার স্বজনরা জুড়ী থানায় অবগত করলে ২০ জুলাই শনিবার মনোহরপুর হাওর থেকে শিপুলের ভাসমান লাশ উদ্ধার করে জুড়ী থানা পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে তার লাশ দাফন করা হয়। এ ব্যপারে জুড়ী থানায় একটি ইউডি মামলা নেয়া হয়েছে। শিপুলের মা দয়া বেগম পরবর্তীতে জুড়ী থানায় পুত্র হত্যার অভিযোগ এনে পূর্ব শাহাপুর গ্রামের সবু মিয়ার বড় ছেলে তায়েফ মিয়াকে প্রধান আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অন্য আসামীরা হলেন পূর্ব শাহাপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে মাতাব মিয়া, মনোহরপুর গ্রামের মৃত হাজী মবশ্বির আলী চৌধুরীর ছেলে এনাম উদ্দিন চৌধুরী। অভিযোগ দায়েরের পরথেকে আসামীরা এলাকা ছেড়ে পালিয়েছে।

মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com